Friday, July 18, 2025
HomeScrollউজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড, পুরোহিত সহ আহত ১৪
Ujjain Mahakal Temple Fire

উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে অগ্নিকাণ্ড, পুরোহিত সহ আহত ১৪

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে

Follow Us :

কলকাতা: দোলের দিন সকালে ঘটল অঘটন। মধ্যপ্রদেশের (Madhaypradesh) উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Ujjain Mahakal Temple) অগ্নিকাণ্ড। পুরোহিত সহ অগ্নিদ্বগ্ধ কমপক্ষে ১৪ জন। আহতদের ইতিমধ্যেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খরব, হোলি উপলক্ষে মন্দিরের গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন ধরে যায় বলে জানিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

দোল পূর্ণিমায় বিশেষ পুজোর আয়েজন করা হয়েছিল মধ্য প্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে (Ujjain Mahakal Temple Fire)। সকালেই মন্দিরের গর্ভগৃহে চলছিল ভস্ম আরতি। ভস্ম আরতির আগুনে আবির ছোড়ার কারণে আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। রাসায়নিক সংস্পর্শে আসতেই আগুন লেগে যায়। মন্দিরের ৫ পুরোহিত সহ মোট ১৪ জন আহত হয়েছে বলে জানা গিয়েছে। গর্ভগৃহ কালো ধোঁয়ায় ঢেকে যায়।অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পুণ্যার্থীদের বাইরে বেরিয়ে যান। এর পর আগুন নিয়ন্ত্রণে এনে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ইডি হেফাজতের নির্দেশ চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে কেজরিওয়াল

উজ্জয়ীনির জেলাশাসক নীরজ সিং বলেন, গর্ভগৃহে ভস্ম আরতির সময় আগুন লেগে যায়। ঘটনায় ১৪ জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা চলছে। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

অন্য খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular


Deprecated: Automatic conversion of false to array is deprecated in /var/www/ktv/wp-content/themes/techinfer-child/functions.php on line 39