Placeholder canvas

Placeholder canvas
HomeScrollসন্দেশখালি নিয়ে বিচারবিভাগীয় তদন্ত চান রাজ্যপাল
Governor Report Card on Sandeshkhali

সন্দেশখালি নিয়ে বিচারবিভাগীয় তদন্ত চান রাজ্যপাল

মহিলারা যৌন নির্যাতন থেকে শুরু করে বিস্তর অভিযোগ করেন, রিপোর্ট কার্ড বোসের

Follow Us :

কলকাতা: সন্দেশখালির (Sandeshkhali) ঘটনা নিয়ে বিচারবিভাগীয় তদন্ত হওয়া দরকার বলে মনে করছে রাজভবন। রাজ্যপাল (Governor) সি ভি আনন্দ বোস সন্দেশখালি নিয়ে যে রিপোর্ট কার্ড (Report Card) পেশ করেছেন, তাতে সন্দেশখালির ঘটনা ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। রাজ্যপাল চান, রাজ্য মহিলা কমিশন দ্রুত কার্যকরী পদক্ষেপ নিক। রাজ্য সরকার দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। সংশ্লিষ্ট পুলিশ অফিসারদের বদলি করা হোক। রাজ্য সরকার নিজেদের স্বচ্ছ প্রমাণ করার জন্য সমস্ত পদক্ষেপ করুক।

রাজ্যপাল তাঁর রিপোর্ট কার্ডে জানান, তিনি ১২ ফেব্রুয়ারি সন্দেশখালির বিস্তীর্ণ এলাকা ঘুরেছেন। মহিলাদের সঙ্গে কথা বলেছেন। অনেক মহিলা তাঁকে লিখিত এবং মৌখিকভাবে বহু অভিযোগ করেছেন। সে সবের মধ্যে মহিলাদের যৌন নির্যাতন থেকে শুরু করে জোর করে জমি দখল, লাগাতার হুমকি, পুলিশি নিষ্ক্রিয়তার মতো গুরুতর অভিযোগ রয়েছে। তিনি জানান, পুলিশ দুষ্কৃতীদের হাতের পুতুলের মতো কাজ করেছে। পুলিশ স্থানীয়দের অভিযোগ নিতে চায়নি অনেক ক্ষেত্রে, উল্টে তারা বাসিন্দাদের সমাজবিরোধীদের সঙ্গে আপস করে নিতে পরামর্শ দিয়েছে। পুলিশ এবং রাজনৈতিক কর্তৃপক্ষ সব জেনেশুনেও এক বিরক্তিকর নীরবতা পালন করে চলেছে দিনের পর দিন। আইনভঙ্গকারীরাই আইন নিজেদের হাতে তুলে নিয়েছে। এলাকার বাসিন্দারা বুঝতে পারছেন না, কারা হামলাকারী, কারা তাদের নিরাপত্তা দেবে। রাজ্যপালের কথায়, এ এক অদ্ভুত পরিস্থিতি।
প্রসঙ্গত, শাসকদল অভিযোগ করছে, সিপিএম এবং বিজেপি সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছে। এর পিছনে ষড়যন্ত্র রয়েছে।

আরও পড়ুন: বৃহস্পতিবার কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে কথা সিপিএমের, জানালেন সেলিম

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular