Placeholder canvas

Placeholder canvas
HomeScrollজাতীয় সঙ্গীত মামলা, কড়া পদক্ষেপে না আদালতের

জাতীয় সঙ্গীত মামলা, কড়া পদক্ষেপে না আদালতের

পরবর্তী শুনানি পর্যন্ত তলবে স্থগিতাদেশ

Follow Us :

কলকাতা: জাতীয় সঙ্গীত ( National Anthem) অবমাননার মামলায় হাইকোর্টে (Calcutta High Court) ধাক্কা খেল শাসকদল। জাতীয় সঙ্গীতের অবমাননা সংক্রান্ত এফআইআরের (FIR) ভিত্তিতে বিজেপি (BJP MLA) বিধায়কদের বিরুদ্ধে এখনই কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে সোমবার আদালত জানিয়ে দিল। বিজেপি বিধায়কদের লালবাজারে তলব করার যে নোটিস পাঠানো হয়েছিল, তাতেও পরবর্তী শুনানি পর্যন্ত স্থগিতাদেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চ।

আদালত এদিন পুলিশের অতিসক্রিয়তা নিয়েও প্রশ্ন তুলেছে। গত সপ্তাহে পরপর দুদিন বিধানসভা চত্বরে বিআর আম্বেদকরের মূর্তির পাদদেশে শাসকদলের বিধায়কদের অবস্থান কর্মসূচি ছিল। ওই দুদিনই অবস্থানস্থলের অদূরে পাল্টা অবস্থানে বসেন বিরোধী বিজেপি সদস্যরাও। দুপক্ষই একে অপরের বিরুদ্ধে ‘চোর চোর’ স্লোগানও তোলে। শাসকদলের অবস্থানমঞ্চে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। অভিযোগ, বিরোধী সদস্যরা সেই সময় চেঁচামেচি করে জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন। যুদ্ধকালীন তৎপরতায় বিধানসভায় পুলিশ ডাকা হয়। তৃণমূল পরিষদীয় দল বিজেপি বিধায়কদের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের ভিত্তিতে লালবাজারের গুন্ডা দমন শাখা এফআইআর করে। বিজেপি বিধায়কদের লালবাজারে দফায় দফায় হাজিরা দেওয়ার জন্য তলবি নোটিস পাঠানো হয়। বিজেপি বিধায়করা অবশ্য হাজিরা দেননি। তাঁরা এদিনই আদালতের দ্বারস্থ হন। সেই মামলার শুনানিতেই সোমবার বিচারপতি সেনগুপ্ত বিজেপি বিধায়কদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা যাবে না বলে নির্দেশ দেন। আদালত প্রশ্ন তোলে, উপযুক্ত পরিবেশ ও পূর্ব ঘোষণা ছাড়া জাতীয় সঙ্গীত গাওয়া যায় কি না।

আরও পড়ুন: প্রধান শিক্ষকের নিয়োগপত্র বিলি তৃণমূল শিক্ষক নেতার

আদালত আরও বলে, ধর্ষণ বা খুনের মামলায় এফআইআর হয়না বলে মানুষ আদালতে আসছে। সেখানে জাতীয় সঙ্গীতের অবমাননার অভিযোগে কী করে এফআইআর এত দ্রুত হয়ে যায়। আদালতের প্রশ্ন, এমব কি হল যে গুন্ডা দমন শাখাকে তদন্তের দায়িত্ব নিতে হল। আদালত এদিন রাজ্য সরকারের কাছে কেস ডায়েরিও চেয়েছিল। সরকার তা দিতে পারেনি। বৃহস্পতিবার পরবর্তী শুনানির দিন কেস ডায়েরি পেশ করতে বলে আদালতের নির্দেশ।

RELATED ARTICLES

Most Popular