Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsঅপ্রতিরোধ্য কোহলি! মহাষ্টমীর রাতে ধরমশালা জয় ভারতের

অপ্রতিরোধ্য কোহলি! মহাষ্টমীর রাতে ধরমশালা জয় ভারতের

Follow Us :

ধরমশালা: নিজের ক্রিকেটীয় কেরিয়ারের সেরা ছন্দে ব্যাট করছেন বিরাট কোহলি (Virat Kohli)। এর প্রমাণ আরও একবার পাওয়া গেল রবিবাসরীয় ধরমশালায়। পুণেতে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন এদিনের ইনিংস ধরলেন। কভার ড্রাইভ, লেট কাট, অন ড্রাইভ, পুল, ইনসাইড আউট, ফ্ল্যাট সিক্স সব শটের সমাহার দেখা গেল বিরাট ব্যাটে। ৯৫ রানের ইনিংস খেলে বিশ্বকাপের (Cricket World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচ জেতালেন ভারতকে (India)। ব্ল্যাক-ক্যাপসদের বিরুদ্ধে ভারত জিতল ৪ উইকেটে। উল্লেখ্য, ২০০৩ এর পর প্রথমবার বিশ্বকাপে নিউজিল্যান্ডকে (Newzealand) হারাল ব্লু-ব্রিগেড।

প্রথমে ব্যাট করতে নেমে ২৭৩ রান তোলে নিউজিল্যান্ড। শুরুটা যদিও একেবারেই ভালো হয়নি। মাত্র ১৯ রানের দলীয় স্কোরে প্যাভিলিয়নে ফিরে যান দুই ওপেনার। এরপর ১৫৯ রানের পার্টনারশিপ হয় ড্যারিল মিচেল এবং রাচিন রবীন্দ্রর মধ্যে। ৯টি চার এবং ৫টি ছয়ের সুবাদে ১৩০ রান করেন মিচেল। আর তাঁকে যোগ্য সঙ্গ দেন রাচিন রবীন্দ্র। তিনি করেন ৭৫।

আরও পড়ুন: ম্যাচচলাকালীন লেজার শো ধরমশালায়, তারপরই কোহলির হাফ-সেঞ্চুরি

ভারতীয় বোলারদের মধ্যে এক সুযোগেই বাজিমাৎ করেন মহম্মদ শামি। ৫৪ রানের বিনিময়ে তুলে নেন ৫ উইকেট। বিশ্বকাপে নিজের সেরা স্পেলটি করে সমালোচকদের যোগ্য জবাব দেন শামি। পরের ম্যাচ থেকে শামিকে বসানোর ভুল আশা করা যায় করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

এরপর ভারত ব্যাট করতে নামলে শুরুটা স্বভাবসিদ্ধ স্টাইলে শুরু করে। রোহিত শর্মা ৪৬ রান করার পর লকি ফার্গুসনের অফ স্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে প্লেড অন হয়ে যান দ্য হিটম্যান। রোহিত শর্মা ফিরে যেতেই ২৬ রানের ব্যক্তিগত স্কোরে ডিপ থার্ডম্যানে ক্যাচ দিয়ে নিজের উইকেট ছুড়ে আসেন শুভমান গিল। শ্রেয়স আইয়ার এসে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে শুরু করেন। কিন্তু শর্ট অব লেংথ ডেলিভারি চালাতে গিয়েই বিপত্তি ডেকে আনেন। ২৯ বলে ৩৩ রান করে ট্রেন্ট বুল্টের বলে ডিপ মিড উইকেটে ধরা দেন শ্রেয়স আইয়ার। এরপর একা কুম্ভ হয়ে লড়েন বিরাট কোহলি। অন্যপ্রান্ত থেকে কোহলির সারথি হয়ে ওঠেন কেএল রাহুল। তবে ২৭ রান করে স্যান্টনারের বলে আউট হয়ে যান কেএল রাহুল। এরপরই কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মাত্র ২ রানে আউট হয়ে যান এদিন সুযোগ পাওয়া সূর্যকুমার যাদব। তবে এরপর অবশিষ্ট কাজটি করে দেন রবীন্দ্র জাডেজা এবং কোহলি। ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেন জাডেজা। এই জয়ের সুবাদে টানা পাঁচ ম্যাচে জয়ের ধারা অব্যাহত রাখল রোহি-রাটরা।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular