Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমণীশ তিওয়ারি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? জোর জল্পনা
Manish Tewari

মণীশ তিওয়ারি কি বিজেপিতে যোগ দিচ্ছেন? জোর জল্পনা

কংগ্রেস সাংসদের অফিস থেকে জানানো হয়েছে দলবদলের জল্পনা ভিত্তিহীন

Follow Us :

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথের পরে এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মণীশ তিওয়ারিকে (Manish Tewari) নিয়ে গুঞ্জন ছড়াল। তিনিও নাকি পা বাড়াচ্ছেন পদ্মফুলের দিকে। বিজেপির নেতাদের সঙ্গে যোগাযোগ করছেন। তবে এই বিষয়ে রবিবার তাঁর অফস থেকে জানানো হয়েছে, কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারির বিজেপিতে যোগদানের গুজব ভিত্তিহীন। জানা গিয়েছে, যে কংগ্রেস সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন এবং পঞ্জাবের লুধিয়ানা লোকসভা আসন থেকে বিজেপির দলের প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করছেন। তবে তাঁর অফিস থেকে জানানো হয়েছে, তিনি বিজেপিতে যোগ দেবেন এমন জল্পনা ভিত্তিহীন। মণীশ তিওয়ারি তাঁর নির্বাচনী এলাকায় রয়েছেন এবং সেখানে উন্নয়ন কাজ দেখছেন। গত রাতে তিনি একজন কংগ্রেস কর্মীর বাড়িতে ছিলেন।

এই জল্পনা সামনে এসেছে যখন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ, তাঁর ছেলে নকুল এবং অন্যান্য সাংসদরা এই বছরের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে।তবে মধ্যপ্রদেশ কংগ্রেসের প্রধান জিতু পাটোয়ারী তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, তিনি স্বপ্নেও কমল নাথের বিজেপিতে যোগদানের কথা কল্পনাও করতে পারেননি। তবে সূত্রের খবর, যে রাজ্যসভার আসন না পেয়ে কমল নাথ অসন্তুষ্ট ছিলেন। যদিও কংগ্রেস সূত্রের অবশ্য বক্তব্য, কমল নাথ সম্ভবত বিজেপিতে চলে যাবেন। কংগ্রেস নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করার কোনও চেষ্টা করেনি। শনিবার কমল নাথ দিল্লিতে আসার পর জল্পনা চরমে পৌঁছেছে। দিল্লিতে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, প্রবীণ রাজনীতিবিদ অবশ্য বলেন যে যদি এমন কিছু থাকে তবে তিনি তা প্রথমে মিডিয়াকে জানাবেন। কমল নাথ সাংবাদিকদের বলেন, আপনারা উত্তেজিত হচ্ছেন। আমি উত্তেজিত হচ্ছি না।

আরও পড়ুন: মহিলা সিভিক ভলান্টিয়াররা এবার শ্বশুরবাড়ির থানা এলাকায় বদলি হতে পারবেন

উল্লেখ্য, কমল নাথকে সম্প্রতি কংগ্রেসের মধ্যপ্রদেশ ইউনিটের প্রধান পদ থেকে সরানো হয়। গত বছর রাজ্য বিধানসভা নির্বাচনে পার্টির খারাপ পারফরম্যান্সের পরে পাটোয়ারীকে এই পদে আনা হয়। বিজেপি ২৩০-সদস্যের মধ্যপ্রদেশ বিধানসভার মধ্যে ১৬৩টি আসন নিয়ে জয় পেয়েছে। যেখানে কংগ্রেস ২০১৮ সালে ১১৪টি আসন থেকে কমে মাত্র ৬৬টি আসন জিতেছে।

আরও খবর দেখুন 

RELATED ARTICLES

Most Popular