Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঅনন্য মাইলফলক স্পর্শ জসপ্রীত বুমরার!

অনন্য মাইলফলক স্পর্শ জসপ্রীত বুমরার!

Follow Us :

কেপটাউন: দ্বিতীয় টেস্টে দুরন্ত পারফরম্যান্স ভারতের। ফলস্বরূপ কেপটাউনে ইতিহাস টিম ইন্ডিয়ার। দক্ষিণ আফ্রিকাকে ৭ উইকেটে হারায় ভারত। একইসঙ্গে এই টেস্ট ম্যাচে অনন্য মাইলফলক স্পর্শ করলেন ভারতীয় ফাস্ট বোলার জসপ্রীত বুমরা।  দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে একাই ৬ উইকেট তুলে নেন বুম বুম বুমরা। এরইসঙ্গে কেপটাউনে সবথেকে বেশি উইকেট নেওয়ার নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। পিছনে ফেললেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে। ১৮ উইকেট নিয়ে এইমুহূর্তে দ্বিতীয় স্থানে এই ভারতীয় ফাস্ট বোলার। কেপটাউনে শেন ওয়ার্নের উইকেটসংখ্যা ছিল ১৭। প্রথম স্থানে রয়েছেন ইংল্যান্ডের কলিন ব্লিথ। তাঁর উইকেটসংখ্যা ২৫।

দক্ষিণ আফ্রিকায় এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার নিরিখে জাভাগাল শ্রীনাথের সঙ্গে যুগ্মভাবে শীর্ষস্থানে উঠে এসেছেন জসপ্রীত বুমরা। রামধনুর দেশে ৩ বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে শ্রীনাথ এবং বুমরার। বেঙ্কটেশ প্রসাদ, শ্রীসন্থ এবং মহম্মদ শামি নেন দু’বার করে ৫ উইকেট। উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার মাটিতে ৩৮টি উইকেট নিয়েছেন জসপ্রীত বুমরা।

SENA-দেশগুলিতে ষষ্ঠবারের জন্য এক ইনিংসে ৫ উইকেট নিয়েছেন বুমরা। আর এরইসঙ্গে ভগবত চন্দ্রশেখর এবং জাহির খানের সঙ্গে দ্বিতীয় স্থানে উঠে এলেন এই ভারতীয় পেসার।

অন্য খবর দেখতে ক্লিক করুন:

RELATED ARTICLES

Most Popular