Placeholder canvas

Placeholder canvas
HomeScrollগত সপ্তাহে শহরে আক্রান্ত ১২০০ , ডেঙ্গি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ পুরসভার

গত সপ্তাহে শহরে আক্রান্ত ১২০০ , ডেঙ্গি নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ পুরসভার

Follow Us :

কলকাতা: গত এক সপ্তাহের শহরে ডেঙ্গি (Kolkata Dengue ) আক্রান্ত ১২০০। যা যথেষ্ট উদ্বেগের। কলকাতার মেয়য় ফিরহাদ হাকিম (Firhad Hakim) খোদ একথা জানিয়েছে। পুজোতে কলকাতা সহ রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে পুরসভার তরফে। শুধু কলকাতা নয় বিভিন্ন জেলাতেও কলকাতাতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি। পুরসভা (Kolkata Municipal Corporation ) সূত্রের খবর, শুধুমাত্র সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ১২৭০ ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। যা তারও আগের সপ্তাহগুলির অনেকটাই বেশি। কলকাতায় এবছর মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৬০০০ ছাড়িয়েছে।

পুরসভার আধিকারির জানান, প্রতিবছর সেপ্টেম্বর থেকে অক্টোবর ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি থাকে। এ বছর সেপ্টেম্বরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা গত বছরের থেকে অনেকটাই বেশি। শহরজুড়ে ডেঙ্গিতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: অপরিচ্ছন্নতার অভিযোগ চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে

১০, ১১ এবং ১২ নম্বর বোরোর অধীনে নিউ আলিপুর, লেক গার্ডেন, ঢাকুরিয়া, গল্ফগ্রিন, যাদবপুর, বাঁশদ্রোণি, বাঘাযতীন, কসবা, গড়ফায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। বেহালা জোকার কয়েকটি এলাকায় ডেঙ্গির বাড়বাড়ন্ত। উত্তর কলকাতার গিরিশ পার্ক, বড়বাজার, কলেজ স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিট, এপিসি রায় রোড, বিধান সরণি, জোড়াসাঁকো এবং অন্যান্য এলাকাতেও ডেঙ্গির পরিস্থিতি উদ্বেগজনক। এই অবস্থায় চিন্তার ভাঁজ পড়েছে পুরসভার আধিকারিকদের কপালে। ইতিমধ্যেই ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য পুরসভার তরফে একগুচ্ছ পদক্ষেপ করা হয়েছে। এই সব বোরো এলাকা গুলিতে নজরদারি চালাচ্ছে ভেক্টর কন্ট্রোল উইং। পাশাপাশি নাগরিকদের নিয়মিত সচেতন করা হচ্ছে। পুরসভার ভেক্টর কন্ট্রোল কর্মীরা ৬টি বোরো এলাকায় নিয়মিত কাজ করছেন।

ডেঙ্গি দমনে স্বাস্থ্য ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে আবর্জনা নিয়মিত পরিষ্কারের নির্দেশ দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম।কোনও পরিত্যক্ত বাড়ি বা জমিতে আবর্জনা থাকলে সম্পত্তির মালিককে তিনদিনের মধ্যে আবর্জনা পরিষ্কার করতে বলা হচ্ছে। তা না করলে জমির মালিককে জরিমানা করা হবে কলকাতা পুরসভা তরফে।

RELATED ARTICLES

Most Popular