কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বুধবার বেলুড়মঠে স্বামী স্মরণানন্দকে (Swami Smaranananda) শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপন করলেন। পাশাপাশি হাওড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন সন্ধ্যায় বেলুড়মঠে স্বামী স্মরণানন্দের মরদেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন। তিনি প্রয়াত অধ্যক্ষ মহারাজকে এক অসামান্য ব্যক্তিত্ত্বের যুগপুরুষ বলে বর্ণনা করেন। তিনি ভারতের বাইরে বহির্বিশ্বেও রামকৃষ্ণ বিবেকানন্দ এর ভাবধারার প্রচারক হিসেবে প্রভূত কাজ করেছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শোকবার্তা নিয়ে আসেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন। পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন। অতি দ্রুততার সঙ্গে এবং সঠিক খবর আমরা আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি এবং বিস্তারিত ঘটনা জানাই। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে। কলকাতা টিভি সম্পূর্ণ নির্ভুল তথ্যতে বিশ্বাসী, সেই কারণে নির্ভুল এবং সঠিক খবর আপনাদের কাছে যথাযথ ভাবে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ। এখন কলকাতা টিভি অনলাইনে আপনি খবর শুনতেও পাবেন। খবর শোনার জন্য আমাদের পডকাস্ট নিউজ-‘পডকা’-তে ক্লিক করুন।)