Placeholder canvas

Placeholder canvas
HomeScrollমমতার অবস্থা স্থিতিশীল, ধাক্কা নিয়ে বিতর্ক বহাল
Mamata Health Update

মমতার অবস্থা স্থিতিশীল, ধাক্কা নিয়ে বিতর্ক বহাল

মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে শুভেন্দুর কটাক্ষ, নিন্দায় শাসক

Follow Us :

কলকাতা: মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) চোট ঘিরে ধাক্কা বিতর্ক বহাল। শুক্রবার এসএসকেএম হাসপাতালের (SSKM Hospital) অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় বলেন, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে গতকাল। পিছন থেকে ধাক্কা লাগার অনুভূতির কথা মুখ্যমন্ত্রী বলতে চেয়েছিলেন সম্ভবত। এদিকে দলের নেত্রী এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী শশী পাঁজা বলেন, কেউ তাঁকে ধাক্কা দেয়নি। তিনি পড়ে গিয়ে চোট পেয়েছেন।
তৃণমূল সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর অবস্থা স্থিতিশীল। চিকিৎসকরা তাঁকে আরও কয়েকদিন বিশ্রামে থাকতে বলেছেন।

আরও পড়ুন: দিল্লির দুয়ারে গিয়ে অর্জুনের বিজেপিতে যোগ, সঙ্গী তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু

এদিকে এদিন খেজুরিতে এক সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ( Suvendu Adhikari) মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে কিছু মন্তব্য করেন। তার তীব্র প্রতিবাদ করেছে শাসকদল। মন্ত্রী শশী পাঁজার দাবি, অবিলম্বে তাঁকে ক্ষমা চাইতে হবে। মুখ্যমন্ত্রীর অসুস্থতা নিয়ে ব্যঙ্গ করতেও তিনি ছাড়েননি বলে অভিযোগ বর্ষীয়ান এই মন্ত্রীর। দলের তাবড় নেতা এবং মন্ত্রীরা সোশ্যাল মিডিয়ায় শুভেন্দুকে কড়া ভাষায় আক্রমণ করেছেন। তাঁরা এক্স হ্যান্ডেলে লেখেন, এটাই শুভেন্দুর সংস্কৃতি ও শিক্ষা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিনও মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে গতকালের ঘটনার তদন্ত দাবি করেছেন। দলের প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষও একই দাবি করেন। গতকাল প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও তাঁর সুস্থতা কামনা করে ঘটনার তদন্ত চেয়েছেন। শাসকদল বিরোধীদের কটাক্ষ করতে ছাড়েনি।

অন্য খবর দেখুন 

YouTube player
RELATED ARTICLES

Most Popular