Placeholder canvas

Placeholder canvas
HomeScrollকেএল রাহুলের চওড়া ব্যাটে ভর করে লড়ছে ভারত

কেএল রাহুলের চওড়া ব্যাটে ভর করে লড়ছে ভারত

Follow Us :

সেঞ্চুরিয়ন: কঠিন চ্যালেঞ্জের মুখে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫৯ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২০৮ রান তোলে ভারত। ৭০ রানে অপরাজিত রয়েছেন কেএল রাহুল। বেশ কিছু দৃষ্টিনন্দন শট খেলে ৩৮ রানে আউট হয়ে যান বিরাট কোহলি। ৩১ রানের ব্যক্তিগত স্কোরে আউট হয়ে যান শ্রেয়স আইয়ার। ভারতের প্রথম তিন ব্যাটার ব্যর্থ- রোহিত শর্মা(৫), শুভমান গিল(২), যশস্বী জয়সওয়াল(১৭)। সেঞ্চুরিয়নের পিচে আগুন ঝরান কাগিসো রাবাডা। একাই তুলে নেন ৫ উইকেট। নান্দ্রে বার্গার ২ উইকেট এবং মার্কো জেনসেন নেন ১ উইকেট। এরপর পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি আসায় ম্যাচ বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, টসে জিতে বোলিং নেওয়ার সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমার। চতুর্মুখী পেস অ্যাটাক নিয়ে নামে দক্ষিণ আফ্রিকা। এখনও পুরোপুরি ফিট না থাকায় দলে জায়গা হয়নি লুঙ্গি এনগিডির। এদিন অভিষেক হয় ডেভিড বেডিংহাম এবং নন্দ্রে বার্গার-এর।

অন্যদিকে, ভারতের হয়ে অভিষেক হয় প্রসিদ্ধ কৃষ্ণর। চোটের কারণে দল থেকে ছিটকে যান রবীন্দ্র জাডেজা। দলে এসেছেন রবিচন্দ্রন অশ্বিন। টসের সময় অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘এই মেঘলা আবহাওয়ায় ব্যাটিং করা চ্যালেঞ্জিং। তবে ভারতীয় ব্যাটাররা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ একনজরে চোখ রাখা যাক ভারতীয় স্কোয়াডে-

ভারতের চূড়ান্ত একাদশ-
রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, রবিচন্দ্রন অশ্বিন, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ

আরও খবর দেখতে ক্লিক করুন:

RELATED ARTICLES

Most Popular