নয়াদিল্লি: বিদেশ (Abroad) যাওয়ার ক্ষেত্রে এবার বিপাকে পড়তে হতে পারে দেশের সাংসদদের (MP)। না সিবিআই বা ইডি তদন্ত নিয়ে নয়। বরং এবার সমস্ত সাংসদদের বিদেশ সফরের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) এবং বিদেশ মন্ত্রকের (External Affairs Ministry) অনুমতি অনিবার্য। অনুমতি ছাড়া কোনও সাংসদ এবার থেকে বিদেশে যেতে পারবে না বলে জানাল রাজ্যসভা ও লোকসভার সচিবালয়।
মহুয়া মৈত্র বিদেশ সফরের বিতর্কের পরেই নতুন নির্দেশিকা জারি করল সংসদের দুই কক্ষের সচিবালয়। শুধু অনুমতি নয়, সাংসদ কেন বিদেশ সফরে যাবেন। কোন অনুষ্ঠানে যোগ দেবেন তা বিস্তারিত ভাবে জানাতে হবে চেয়ারম্যানকে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হাওয়ার ঠিক আগেই এই নির্দেশিকা জারি করল সংসদের সচিবালয়। এই নির্দেশিকায় বলা হয়েছে কোনও সাংসদ বিদেশ সফরে যেতে চাইলে তাঁকে ৩ সপ্তাহ আগে বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়ে তার সফরের কর্মসূচির বিস্তারিত তথ্য সচিবালয়কে আগাম জানাতে হবে।
এবার থেকে সরকারি বা বেসরকারি অনুষ্ঠানে যোগ দিতে বিদেশ সফরের জন্য বিদেশ মন্ত্রকের অনুমতি ছাড়া করা যাবে না। কোনও সরকারি অনুষ্ঠান হলেও তার বিস্তারিত তথ্য জমা দেওয়ার পরেই বিদেশযাত্রার সুযোগ পাবেন বলে সচিবালয়ের নির্দেশিকায় জানানো হয়েছে। ফলে চিকিৎসা সহ যে কোনও বিদেশ সফরের আগে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশন্ত্রকের অনুমতি ছাড়া যাওয়া যাবে না বলে সমস্ত সাংসদদের জানিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মিগজাউম, বাতিল একাধিক ট্রেন
তবে এই নতুন নিয়মে বিপাকে পড়তে পারেন অনেক সাংসদরা। যেমন বাংলা থেকে ঘাস ফুল শিবিরের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়কে মাঝে মাঝে চিকিৎসা সম্পর্কিত কারণে বিদেশ যেতে হয়। ফলে তাঁকেও এবার থেকে বিদেশ যাওয়ার আগে স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিদেশ মন্ত্রকের অনুমতি নিতেই হবে। তবে আগেই অভিষেক বন্দোপাধ্যায়র বিরুদ্ধে একাধিক মামলার জেরে তাঁর বিদেশ যাত্রার আগে হাই কোর্টের অনুমতি নিয়ে বিদেশ সফরে যেতে হয়। তবে এই নতুন নির্দেশিকার ফলে আরও অনেক সাংসদ যাঁরা শুধুমাত্র শপিং করতে বা বিদেশ ভ্রমণে যান সমস্যায় পড়বেন।
আরও খবর দেখুন