Placeholder canvas

Placeholder canvas
HomeScrollরেললাইনের ধারে উদ্ধার জখম মহিলা যাত্রী

রেললাইনের ধারে উদ্ধার জখম মহিলা যাত্রী

Follow Us :

কাটোয়া: সোনার দুল ছিনতাই করে এক মহিলা যাত্রীকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়ার অভিযোগ। যাত্রীর নাম রাধিকা মণ্ডল। এই ঘটনায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য় ছড়িয়েছে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কাটোয়ার (Katwa) দাঁইহাট এলাকায়। গুরুতর জখম মহিলা যাত্রী বাড়িতে ফোন করে জানায় ঘটনার বিষয় জানায়। বৃহস্পতিবার সকালে ওই মহলার পরিবারের সদস্যরা রেললাইনের ধার থেকে উদ্ধার করে তাঁকে। জখম অবস্থায় তাঁকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেল লাইনের ধার থেকে ওই মহিলাকে উদ্ধার করা সময় পাশেই পড়ে থাকতে দেখা গিয়েছে অন্য এক যুবকের নিথর দেহ। এই ঘটনায় ব্যাণ্ডেল-কাটোয়া রেলপথে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

ওই যাত্রীর দাবি,ট্রেনে একজন তাঁর সোনার দুল ছিনতাই করতে এসেছিল। সে বাধা দিলে তাঁকে ছুরি দিয়ে আঘাত করে। ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। কিন্তু তার পাশে ওই যুবকের দেহ কোথা থেকে এল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। এ নিয়ে ওঠা প্রশ্নের কোনও জবাব দিতে পারেননি ওই যাত্রীর।

আরও পড়ুন: আদিবাসীদের মিছিলে ফের স্তব্ধ হাওড়া সেতু

মিঠুন মণ্ডলের দাবি, তাঁর স্ত্রী রাধিকা মণ্ডল নিজের জন্য ওষুধ কিনতে নবদ্বীপ গিয়েছিল। রাত নটার পর কাটোয়াগামী ট্রেনের মহিলা বগিতে উঠেছিল। কাটোয়া স্টেশনের কিছুটা আগে বেরা গ্রামের কাছে লাইনের পাশ থেকে রাধিকা মণ্ডলকে জখম হয়ে পড়ে থাকতে দেখা যায়। অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহও পড়ে থাকতে দেখা যায়। রেলপুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। জখম রাধিকা মণ্ডলের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular