Placeholder canvas

Placeholder canvas
HomeScrollPSG: মেসি-নেইমারদের ছেড়ে এবারই রিয়ালে এমবাপ্পে ?

PSG: মেসি-নেইমারদের ছেড়ে এবারই রিয়ালে এমবাপ্পে ?

Follow Us :

নেইমার ছিলেনই। মেসিকে নিয়ে আসা হল। তাহলে এমবাপ্পে? পিএসজি’র দলে থাকা’গোল মেশিন’ কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে তাই চলছে জোর গুঞ্জন। এই গুজবের একটি নয়া মাত্রা যোগ করেছেন রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুস। তিনি আবার বলে বসেছিলেন, ‘সম্ভবত পিএসজি থেকে একজন ফুটবলার আমাদের দলে যোগ দিতে পারেন।’

সেই একজন কে? ক্রুস যে এমবাপ্পেকেই বুঝিয়েছেন, তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু রিয়ালে যাওয়ার গুজব নিজেই উড়িয়ে দিয়েছেন এমবাপ্পে স্বয়ং। কিন্তু কোথাও অন্য কিছুও কি ঘটে চলেছে? তাতে পিএসজি নাকি এই বছরই তাঁকে আটকে না রেখে ছেড়ে দিতে পারে অর্থের বিনিময়ে।

আবার সেখানকার স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এমবাপ্পে নাকি তাঁর পিএসজি সতীর্থদের বলেছেন, অন্তত আরও এক বছর এই ক্লাবে থাকতে চান। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তিতে আরও একটি মরসুম বাকি আছে।

এমবাপ্পেকে নিয়ে এত গুজব মাথাচাড়া দিয়েছিল কারণ একটাই ছিল,লিওনেল মেসির দলবদল। বার্সেলোনা ছেড়ে মেসি পিএসজিতে যোগ দেওয়ার পর রটেই চলেছে, ফরাসি ক্লাবটি ছাড়তে পারেন তিনি। এ নিয়ে নাকি বৈঠকও হয় ফুটবলার ও ক্লাব, দুই পক্ষেরই। সংবাদমাধ্যমে আবার এটাও প্রচার করে দেয়, এমবাপ্পেকে পিএসজি ধরে রাখতে না পারলে সেই স্থান পূরণ করতে আরেক তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে নাকি দলে নেবে।

পাশাপাশি আরও একটি গুজন রটতে শুরু করে, পুরনো দল রিয়াল মাদ্রিদেও ফিরতে পারেন রোনালদো। পর্তুগিজ তারকা কদিন আগে নিজেই জানিয়েছেন, আপাতত তাঁর যাবতীয় ভাবনা জুভেন্টাসকে ঘিরেই।

গুজবের এই তালিকায় বাকি ছিলেন এমবাপ্পে। পাশাপাশি তাঁর পিএসজিতে থাকার বিষয়টিও নিশ্চিত বলে দাবি করেছে স্থানীয় সংবাদমাধ্যম—স্প্যানিশ রেডিও কাদেনা সের। পিএসজির অন্দরের এক সূত্রকে সামনে রেখে, এমবাপ্পের থেকে যাওয়ার খবর শুনিয়েছে তারা।

পিএসজির স্পোর্টস ডিরেক্টর লিওনার্দো নাকি কোচ মরিসিও পচেত্তিনো এবং তাঁর স্কোয়াডকে এমবাপ্পের থেকে যাওয়ার কথা বলেছেন। সে ক্ষেত্রে রিয়াল মাদ্রিদকে আরও এক বছর অপেক্ষা করতে হবে। এর আগে সংবাদমাধ্যমে অনেকবারই এসেছে, এমবাপ্পেকে কিনতে চায় রিয়াল। শনিবার থেকেই খবর মিলছে সেই রকমই।

এদিকে মেসি ও সের্হিও রামোস পিএসজিতে যোগ দেওয়ায় ক্লাবটি নেতৃত্ব–সংকট কাটিয়ে উঠেছে। এমনকি প্রচারের হ্যালোজেনটা কিছুটা সরেছে এমবাপ্পের ওপর থেকে। ফরাসি তারকাটির নাকি এটি পছন্দ হয়নি। ক্লাবের পরিকল্পনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালোবাসেন এমবাপ্পে। মেসি,নেইমার,রামোসদের মতো তারকা থাকায় সেই ইচ্ছা পিএসজিতে এমবাপ্পের হয়তো পূরণই হবে না। তবে এটা বলা যায়, এমবাপ্পের জন্য আর এক বছর অপেক্ষা করলে লোকসান হত না রিয়ালের। কিন্তু এবারই তাঁকে রিয়াল নিলে ১৫০ মিলিয়ন ডলার খরচ করতে হবে।

চুক্তির মেয়াদ শেষে হলেই ফ্রি এজেন্ট হয়ে যেতেন এমবাপ্পে। তখন তাঁকে বাড়তি অর্থ না গুনে কিনতে পারবে স্প্যানিশ ক্লাবটি। তবে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ আবার জানিয়েছে অন্য এক খবর। দলবদলের এই মরশুমে এমবাপ্পেকে না আনতে পারলে বিকল্প রাস্তায় হাঁটবে রিয়াল। সেই বিকল্প রাস্তাটি হল-আর্লিং ব্রট হরলান্ড। বরুসিয়া ডর্টমুন্ডের এই তারকাকেও নিজেদের পরিকল্পনায় রেখেছে রিয়াল। এমবাপ্পেকে পেয়ে গেলে এসব নিয়ে আর ভাবতেই চায় না রিয়াল।

এমবাপ্পে ও হরলান্ড-এই দুই তরুণ স্ট্রাইকারকে নিয়ে ভবিষ্যতের দিকে তাকাতে চায় রিয়াল। এর আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি রোনালদোর পেছনে ছোটার গুজবকে উড়িয়ে দিয়ে বলেছিলেন, ‘আমরা এখন ভবিষ্যতের ভাবনায় আছি।’ এমবাপ্পে ও হরল্যান্ড হলেন সেই ভবিষ্যৎ। কিন্তু স্প্যানিশ রেডিও কাদেনা সের -এর খবর সত্যি হলে এমবাপ্পেকে আর আসন্ন এই মরশুমে পাওয়ার কথা নয় রিয়ালের। এখন দেখার ওদের আপাতত হরল্যান্ডই ভরসা, নাকি জোড়া ফলাই।

ছবি: সৌ-টুইটার

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Lok Sabha Election Uluberia | Pulak Roy | উলুবেড়িয়ার ভোট নিয়ে কী বললেন পুলক রায়?
00:00
Video thumbnail
Locket Chatterjee | ‘আইপ্যাকের ছেলেরা টাকা নিয়ে ঢুকেছে’, তৃণমূলের এজেন্টকে বের করে দিলেন লকেট!
09:51:25
Video thumbnail
Loksabha Election 2024 | Strong Room | এবার অপেক্ষা জনগণের রায়ের, দেখুন স্ট্রং রুমের ভিডিও
01:09
Video thumbnail
সেরা ১০ | মহিলার সঙ্গে অশালীন ব্যবহার, শ্লীলতাহানির অভিযোগে অপসারণ
12:11
Video thumbnail
Abhishek Banerjee | 'সমিত মণ্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?' মোদিকে নিশানা অভিষেকের
10:32
Video thumbnail
নারদ নারদ (20.05.24) | ভোটের আগে খড়্গপুরে বিজেপি নেতার থেকে নগদ উদ্ধার, মোদিকে কটাক্ষ তৃণমূলের
15:04
Video thumbnail
Loksabha Election 2024 | দুপুর ৩টে পর্যন্ত আরামবাগে ভোট পড়েছে ৬৭.১২ শতাংশ
02:24
Video thumbnail
ধর্মযুদ্ধে রণহুঙ্কার | বাংলার পরিস্থিতি নিয়ে চিন্তিত : মোদি
05:19
Video thumbnail
Loksabha Election 2024 | মুসলমানদের সংরক্ষণ দেবে কংগ্রেস: মোদি
04:41
Video thumbnail
Narendra Modi | মুখ্যমন্ত্রীকে নিশানা করে কী বললেন মোদি, দেখুন ভিডিও
16:04