HomeScrollরবীন্দ্রনাথের নোবেল অধরাই, চুরি যাওয়া পুরস্কার ফিরে পেলেন পরিচালক
M Manikandan

রবীন্দ্রনাথের নোবেল অধরাই, চুরি যাওয়া পুরস্কার ফিরে পেলেন পরিচালক

চোর নিজেই পরিচালকের বাড়ির গেটে রেখে গিয়েছে জাতীয় পুরস্কার

Follow Us :

নয়াদিল্লি: রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল চোরেরা ফেরত দেননি। আজও তার সন্ধান পায়নি পুলিশ-সিবিআই। কিন্তু চুরি যাওয়া জাতীয় পুরস্কার ফেরত পেলেন এক চিত্র পরিচালক (Cinema Director)। অবাক করা কাণ্ড হল চোর নিজেই ফেরত দিয়ে গিয়েছেন জাতীয় পুরস্কার, লোকচক্ষুর আড়ালেই। একইসঙ্গে জাতীয় পুরস্কার চুরি করার জন্য চিঠি লিখে ক্ষমাও চেয়ে নিয়েছেন চোরেরা। মজার এই ঘটনা ঘটেছে তামিলনাড়ুতে।

জাতীয় পুরস্কার জয়ী তামিল সিনেমার পরিচালক এম মণিকন্দনের (M Manikandan) বাড়িতে ঢুকে নগদ টাকা, গয়না নিয়ে পালিয়ে যায় চোরেরা। সঙ্গে নিয়ে গিয়েছিল জাতীয় পুরস্কারও (National Award)। কয়েক দিনের মধ্যে জাতীয় পুরস্কারটি ফিরিয়ে দেওয়া হয়। সব মেডেল, পুরস্কার ফিরিয়ে দিয়েছেন চোরেরা। উসিলামপট্টিতে পরিচালকের বাড়ির গেটে প্লাস্টিকের ব্যাগে চুরি করা পুরস্কার সহ হাতে লেখা চিঠি রেখে যায় চোরেরা। ওই চিঠিতে লেখা রয়েছে স্যার, আমাদের ক্ষমা করবেন। আপনার কঠোর পরিশ্রমের ফল আপনারই থাকবে। তবে তাঁর বাড়ি থেকে চুরি হওয়া নগদ ১ লক্ষ টাকা, সোনার গয়না ফিরিয়ে দেয়নি চোরেরা। চুরির সময় পরাচালকের বাড়ির লোকে চেন্নাইতে ছিলেন। গত ৮ ফেব্রুয়ারি দরজা ভেঙে চুরি হয়। কাদাইসি বিভাসায়ি চলচ্চিত্রের জন্য সেরা ফিচার ফিল্মের জাতীয় পুরস্কার পেয়েছেন ওই পরিচালক।

আরও পড়ুন: আন্দোলনকারী কৃষকদের রেল অবরোধের ডাক

আরও খবর দেখুন

 

RELATED ARTICLES

Most Popular