Placeholder canvas
HomeScrollডাল লেকে অগ্নিকাণ্ডে তিন বিদেশি পর্যটকের মৃত্যু

ডাল লেকে অগ্নিকাণ্ডে তিন বিদেশি পর্যটকের মৃত্যু

মৃতদের মধ্যে এক মহিলাও রয়েছে

শ্রীনগর: শনিবার ডাল লেকে (Dal Lake) একটি হাউসবোটে অগ্নিকাণ্ডে (Fire) তিন বিদেশি পর্যটকের (Tourist) মৃত্যু (Death) হয়েছে। পর্যটকদের মৃতদেহগুলি নয় নম্বর ঘাটের কাছে ধ্বংসপ্রাপ্ত হাউসবোটের ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডের কারণ পরিষ্কার হয়নি। তবে মনে করা হচ্ছে কোনও গরম করা যন্ত্রের গণ্ডগোল থেকে এই ঘটনা হচ্ছে। পাঁচটি হাউসবোট এবং সেগুলির সাথে সংযুক্ত বেশ কয়েকটি কুঁড়েঘরকে গ্রাস করেছে।

ভুক্তভোগীদের ডিএনএ নমুনা তাদের পরিচয় নিশ্চিত করার জন্য বের করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, হাউসবোট অপারেটরদের দ্বারা রক্ষণাবেক্ষণ করা রেকর্ড অনুসারে তাঁরা বাংলাদেশের। হস্তান্তরের আগে নিহতদের পরিবারের সদস্যদের কাছে ডিএনএ নমুনার মাধ্যমে লাশ শনাক্ত করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ভোর ৫ টার দিকে অগ্নিকান্ডে কোটি টাকার সম্পদ পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা এবং দমকল ও জরুরি পরিষেবা কর্মীদের ব্যাপক প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশ থেকে ছয় আইএসআইএস সদস্য গ্রেফতার

ডাল এবং নিগেন হ্রদে নোঙর করা হাউসবোটের সাথে জড়িত এটি ছিল দ্বিতীয় বড় অগ্নিকাণ্ডের ঘটনা। ২০২২ সালের এপ্রিল মাসে শহরের উপকণ্ঠে, বিদেশি পর্যটকদের মধ্যে বেশিরভাগ জনপ্রিয় নিগেন লেকে একটি বিধ্বংসী আগুনে সাতটি হাউসবোট পুড়ে যায়। তবে ওই ঘটনায় কেউ হতাহত হয়নি।

আরও খবর দেখুন
চতুর্থ স্তম্ভ | Fourth Pillar | মিজোরামে নির্বাচন শেষ, ছত্তিশগড়ের ২০ আসনে ভোট হল, হাওয়া কোনদিকে?
RELATED ARTICLES

Most Popular

Recent Comments