Placeholder canvas

Placeholder canvas
Homeবিনোদনভালো চিত্রনাট্যর অভাবেই কমছে কমেডি ছবি

ভালো চিত্রনাট্যর অভাবেই কমছে কমেডি ছবি

Follow Us :

সময়ের সঙ্গে দর্শকের পছন্দ বদলাতে থাকে। কখনও রাজ করে রহস্য গল্প কখনও প্রেমের ছবি কখনও আবার মজায় ভরা হাসির ছবি বক্স অফিস সাফল্য আনে। এখন যেমন থ্রিলার ছবির রমরমা বেশি, প্রেমের গল্প মাঝে মাঝে হলেও কমেডি ছবি সেইভাবে হতে দেখা যায়না আজকাল।তবে বাংলা ছবিতে মজার বা হাসির ছবির সংখ্যা ক্রমশ কমছে, এই নিয়ে পরিচালক হরনাথ চক্রবর্তী জানালেন, বাংলা ছবিতে একটা সময় ছিল বহু কমেডি ছবি বক্স অফিস রাজত্ব করেছে, কিন্তু দিন দিন কমেডি ছবির সংখ্যা কমছে, তিনি আরও বলেন কমেডি ছবির জন্য ভালো চিত্রনাট্য দরকার। চিত্রনাট্য লেখার লোক পাওয়া খুবই মুশকিল হয়ে পড়েছে, অভিনেতা যে নেই, তা ঠিক নয়, তবে জোড়ালো চিত্রনাট্য হলে , সিনেমা হিট হবেই , তবে চিত্রনাট্য ভালো না হলে দর্শকদের কাতুকুতু দিয়ে হাসাতে হয়। এই ধরনের কমেডি ছবি দর্শকদের হলে আনতে পারবেনা।

তিনি অবশ্য অনেক কমেডির মোড়ক দিয়ে গল্প বলেছেন , সেইছবি গুলি বক্স অফিসেও ভালো ফল করেছে, যেমন ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ ‘ , গ্যালারি, সাম্প্রতিক ‘ভূত চক্র’ ছবি গুলি ভালোই চলেছে । তাই তাঁর কথায় নতুন আইডিয়ায় ভালো চিত্রনাট্য এলেই আবার কমেডি ছবি তৈরি হবে, অভিনেতা তো বহু রয়েছে।


অন্যদিকে অভিনেতা বিশ্বনাথ বসু জানালেন প্রত্যেক সময়ের কিছু চাহিদা থাকে,তার থেকেই তৈরি হয় সেই জনারের ছবি। এখন লক্ষ করা যাচ্ছে দর্শকরা ক্রাইম থ্রিলার বেশি পছন্দ করছে। তাই ক্রাইম সাসপেন্স থ্রিলার বেশি হচ্ছে। অন্যদিকে এটাও ঠিক ভালো চিত্রনাট্য না হলে কমেডি জমে না, এখন ভালো কমেডি লেখার লোক পাওয়া যায়নি।

অভিনেতা সোহম একটি ছবি শুরু করেছেন, নাম ‘পাকা দেখা’। এই ছবিটি কমেডি জনারের বলা যায়। তিনি বলেন, এটা ঠিক যে এখন ক্রাইম থ্রিলার চলছে বেশি , তবে কমেডি ছবি দর্শকদের অনাবিল আনন্দ দেয় তাই এই ছবি করছেন। এই ছবির পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী বলেন ভালো চিত্রনাট্যর অভাব সঙ্গে ভালো অভিনেতার অভাবেই কমে যাচ্ছে কমেডি ছবি, এই ছবিতে দুটোই ভালো তাই এই ছবিটি করছেন তিনি।


অভিনেত্রী দোলন রায় বলেন, চারিদিকে এতো সমস্যা মানুষ প্রান খুলে হাসতেই ভুলে গেছে, সেখানে যদি মানুষ কিছুক্ষণের জন্য সব ভুলে আনন্দ পায়, তার থেকে ভালো আর কী হতে পারে। তবে অভিনেতা ও চিত্রনাট্য ভালো না হলে তা ভাঁড়ামিতে পরিনত হবে এটাতে সচেতন হতে হবে।


সব মিলিয়ে ভালো চিত্রনাট্য আর অভিনেতার অভাব কাটিয়ে উঠলেই কমেডি ছবির সংখ্যা আবার বৃদ্ধি পেতে পারে। তবে এই বিভিন্ন জঁনারের ছবি হওয়াটা ঘুরে ফিরে আসে। তাই হয়তো অদূর ভবিষ্যতে আবার কমেডি বাংলা ছবি বক্স অফিসে রাজত্ব করতেই পারে এমন আশা রাখা রাখছেন ফ্লিম ফিটারনিটিতে।

RELATED ARTICLES

Most Popular