Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsUber Cup: কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় ভারতের

Uber Cup: কোয়ার্টার ফাইনালে জাপানের কাছে হেরে বিদায় ভারতের

Follow Us :

টুর্নামেন্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছিলেন সদ্য অলিম্পিক্স পদক জয়ী পি ভি সিন্ধু। আর খেলতে এসে প্রথম ম্যাচেই কুঁচকির পেশীতে চোট পান ভারতের আরেক অলিম্পিক্স পদক জয়ী সাইনা নেওহাল। এই দুই তারকার অনুপস্থিতিতে, ভারতের মেয়েরা হেরে বিদায় নিল কোয়ার্টার ফাইনালে। জাপানের কাছে বেসামাল হল ০-৩ ম্যাচে হেরে। বৃহস্পতিবার মোটেই ভালো গেলো না ভারতের। থমাস কাপে পুরুষ দল গ্রুপের শেষ ম্যাচে হেরে যায় চীনের কাছে (১-৪)। যদিও কোয়ার্টার ফাইনালে ভারতীয় পুরুষ দল আগেই পৌঁছে গেছে। আজ, শুক্রবার ভারতের প্রতিপক্ষ ডেনমার্ক।

এবারের টুর্নামেন্টে ভারতীয় মেয়েদের মধ্যে শুরু থেকে নজর কেড়েছিলেন মালভিকা বানসোদ। কিন্তু শেষ আটের লড়াইয়ে ওয়ার্ল্ড নম্বর ৫ জাপানের আকানে ইয়ামাগুচির কাছে প্রথম ম্যাচেই ৩৪ মিনিটেই (১২-২১, ১৭-২১) পরাজিত হন মালভিকা।

আরও পড়ুন: SAFF Championship : ফাইনালে সুনীলের মেসি মিশন !

এরপর প্রথম ডবলসে তানিশা কারস্তো-রুতাপর্না পান্ডা জুটি লড়তেই পারলেন না ইউকি ফুকুশিমা-মায়ু মৎসুমতোর বিপক্ষে (৮-২১, ১০-২১)। জাপান এই শেষ আটের লড়াইয়ে ২-০ ম্যাচে এগিয়ে যায়।

ভারতের ম্যাচে ফিরে আসার লড়াই ছিল পরের সিঙ্গলসটি জিতে নেওয়া। তাও হয়নি। কিন্তু জাপানের সায়াকা তাকাহাশির সামনে (২১-১৬, ২১-৭ ) আত্মসমর্পণ করেন ভারতের ওপর সিঙ্গলস প্লেয়ার অদিতি ভট্ট। পাঁচ ম্যাচের এই কোয়ার্টার ফাইনালে ৩-০ তে জিতে শেষ চারে পৌঁছে গেছে জাপানের মেয়েরা।

থমাস কাপেও হার:
২০১০ সালে শেষবার কোয়ার্টার ফাইনালে উঠেছিল ভারত। তারপর এবার আবার। ১১ বছর পর। কিন্তু
ভারতের পুরুষ দল আগেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে রাখলেও, গ্রুপের শেষ ম্যাচটি হেরে গেলো ১-৪ ম্যাচে। এই টুর্নামেন্টে ভারতের সেরা বাজি ডবলস জুটি চিরাগ শেট্টি – সাত্বিকসিরাজ রঙ্কিরেড্ডি। চীনের বিপক্ষে এই জুটিই একমাত্র জয় ছিনিয়ে নেয়। ৪১ মিনিটের লড়াইয়ে বিপক্ষের হে জি টিং – ঝোও হাও ডং জুটিকে ২১-১৪, ২১-১৪ তে হারান।

এই পর্বে প্রথম সিঙ্গলস ম্যাচে কিদম্বি শ্রীকান্ত ৩৬ মিনিট ম্যাচ হেরে যান শি ইউ কিই কাছে (১২-২১, ১৬-২১)। এরপর ডবলস ম্যাচ চিরাগরা জিতে, ভারতীয় শিবিরে আবার লড়াইয়ের মেজাজ ফিরিয়ে আনে। পরের সিঙ্গলস ম্যাচটি জোরদার লড়েন সমীর ভার্মা। ১ ঘন্টা ১৩ মিনিট ধরে ৩ সেটের লড়াই চলে চীনের লু গুয়াং যু’র সঙ্গে। স্নায়ুর লড়াইয়ে হেরে যান সমীর ( ২১-১৪, ৯-২১, ২২-২৪)। ভারত পিছিয়ে পরে ১-২ ম্যাচে।

ম্যাচে লড়াইয়ে ফিরতে দরকার ছিল দ্বিতীয় ডবলসে জেতা। এম আর অর্জুন – ধ্রুব কপিলা জুটি আপ্রাণ চেষ্টা করেন। ৫২ মিনিটের লড়াই তাঁরা হেরে যান লিউ ছেং-ওয়াং ই লিউ জুটির কাছে (২৪-২৬, ১৯-২১)।

পরের সিঙ্গলসটি জিতে ভারতকে ম্যাচে ফেরাতে ব্যর্থ হন কিরণ জর্জ । তিনি হেরে জন লি শি ফেং-এর কাছে (১৫-২১, ১৭-২১)। গ্রুপ লিগের ম্যাচে, ভারত প্রথম হারের স্বাদ পেল। এর আগে নেদারল্যান্ডস, তাইতি’র বিরুদ্ধে জিতে পরের নক আউট পর্যায়ে খেলা নিশ্চিত করে ফেলেছিল পুরুষ দল।

ছবি:সৌ- টুইটার

RELATED ARTICLES

Most Popular