Placeholder canvas

Placeholder canvas
HomeখেলাPak vs Eng: অবিশ্বাস্য ফর্মে রিজওয়ান, লাহোরে জিতে বাবররা এগোলেন ৩-২

Pak vs Eng: অবিশ্বাস্য ফর্মে রিজওয়ান, লাহোরে জিতে বাবররা এগোলেন ৩-২

Follow Us :

ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে অপ্রতিরোধ্য ফর্মে পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটার মহম্মদ রিজওয়ান (৪৬ বলে ৬৩)। রিজওয়ানের দুরন্ত ইনিংস ও বোলারদের দারুণ পারফরম্যান্সে ভর করে ইংল্যান্ডকে ৬ রানে হারিয়ে সাত ম্যাচের চলতি টি-২০ সিরিজে ৩-২ এগিয়ে গেল পাকিস্তান। ম্যাচের শেষ ওভারে থ্রিলারে জিতল পাকিস্তান। পঞ্চম টি-২০ ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান করেছিল ১৪৫ রান। রিজওয়ান ছাড়া আর কোনও পাক ব্যাটার দাঁড়াতে পারেননি। রান পাননি বাবর আজম (৯), শান মাসুদ (৭), হায়দার আলি (৪), ইফতিকার আহমেদ (১৫), আসিফ আলি (৫), মহম্মদ নওয়াজ (০)-রা। দলের কোনও ব্যাটারের সহযোগিতা পাননি রিজওয়ান। মার্ক উড ২৯ রানে তিনটি, ডেভিড উইলি ও স্যাম কুরান ২টি করে উইকেট পান।

জয়ের জন্য ১৪৫ রান তাড়া করতে নেমে ইংল্যান্ড শুরুতেই দলের দুই ওপেনার ফিল সল্ট (৩), অ্যালেক্স হেলস (১)-কে হারায়। এরপর ডেভিড মালান কিছুটা লড়লেও নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। ৬ নম্বরে নেমে অধিনায়ক মইন আলি ৩৭ বলে ৫১ রানের অপরাজিত থাকলেও দলের বাকিদের ব্যর্থতায় হেরে ফিরতে হয়। 

৮৫ রানে ৬ উইকেট থেকে ইংল্যান্ডের রান ১৩৯-এ যায় মইনের পাশাপাশি স্যাম কুরান (১৭) ও ক্রিস  ওকস (১০)-র সৌজন্যে। পাকিস্তানের থেকে ৬ রান দূরে থামে ইংল্যান্ডের ইনিংস। সিরিজের ষষ্ঠ টি-টোয়েন্টি আগামিকাল, শুক্রবার লাহোরে। সেই ম্যাচে বাবর-রা জিতলে সিরিজ দখলে নেবেন। আর ইংল্যান্ড জিতলে সিরিজ গড়াবে সপ্তম তথা শেষ ম্যাচে। সিরিজের শেষ ম্যাচ রবিবার লাহোরে।

RELATED ARTICLES

Most Popular