Placeholder canvas

Placeholder canvas
HomeScrollঋষভ পন্থকে দেখেনি, বাজবল নিয়ে ডাকেটকে ধুয়ে দিলেন রোহিত  
Rohit Sharma

ঋষভ পন্থকে দেখেনি, বাজবল নিয়ে ডাকেটকে ধুয়ে দিলেন রোহিত  

বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট

Follow Us :

ধরমশালা: বড্ড ফ্যাসাদে পড়ে গিয়েছেন ইংল্যান্ড ওপেনার বেন ডাকেট (Ben Duckett)। রাজকোটে যশস্বী জয়সওয়ালের (Yashasvi Jaiswal) বিস্ফোরক ডাবল সেঞ্চুরি দেখে তিনি মন্তব্য করে বসেছিলেন, জয়সওয়াল নাকি ইংল্যান্ডের বাজবল (Bazball) থেকে অনুপ্রাণিত হয়ে ওই ইনিংস খেলেছেন। এই মন্তব্য করে তুমুল সমালোচিত হন ডাকেট, এমনকী তাঁর নিজের দেশের প্রাক্তনরাই তাঁকে কটাক্ষ করেন। এবার এ নিয়ে রসিকতা করে ডাকেটকে যোগ্য জবাব দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

ডাকেট বলেছিলেন, “যখন প্রতিপক্ষের ক্রিকেটারকে এমন খেলতে দেখেন, অনেকটাই মনে হয় যেন আমাদেরও কৃতিত্ব পাওয়া উচিত। কারণ আর সবাই যেমন ভাবে টেস্ট খেলে ওরা তার থেকে আলাদা খেলছে।” ইঙ্গিত এটাই ছিল যে বাজবলের পন্থা অবলম্বন করেছিলেন জয়সওয়াল।

আরও পড়ুন: ধরমশালা টেস্টের প্রথম ১১ জানিয়ে দিল ইংল্যান্ড

ধরমশালা টেস্টের আগের দিন রোহিতের সামনে এই প্রসঙ্গ তুললে সেরা জবাব দেন তিনি। বলেন, “যশস্বী জয়সওয়াল বেন ডাকেটের থেকে শিখেছে? আমাদের দলে ঋষভ পন্থ (Rishabh Pant) নামে একটি ছেলে ছিল। ডাকেট সম্ভবত তাকে খেলতে দেখেনি।” প্রসঙ্গত, ইংল্যান্ডের মাটিতেই জেমস অ্যান্ডারসনদের (James Anderson) শাসন করে এসেছেন পন্থ, ডাকেট তখনও ইংল্যান্ড দলে ঢোকেননি।

 

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেনও (Nasser Hussain) ধুয়ে দিয়েছিলেন ডাকেটকে। তিনি বলেন, “জয়সওয়াল তোমাদের থেকে শেখেনি। ও শিখেছে ওর বেড়ে ওঠা, যে কঠোর সংগ্রাম করেছে তা থেকে, ও আইপিএল থেকে শিখেছে।”

এদিকে বাজবল সম্পর্কে কথা বলতে গিয়ে ভারত অধিনায়ক বলেছিলেন তিনি এর অর্থ বোঝেননি। রোহিতের কথায়, “আমি স্রেফ জানি না বাজবল মানে কী। আমি কাউকে পাগলের মতো ব্যাট চালাতে দেখিনি। ইংল্যান্ড আগের বার যখন এখানে এসেছিল তার থেকে ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু তাও আমি জানি না বাজবলের অর্থ কী।”

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular