ধরমশালা: আবারও ম্যাচের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড (England)। আগের চার টেস্টের ক্ষেত্রেও একই কাজ করেছিল তারা। ভারত (India) অবশ্য প্রথা অনুযায়ী টসের সময় প্রথম এগারো জানিয়েছে। যাই হোক, সিরিজের পঞ্চম তথা টেস্টে একটাই পরিবর্তন করেছে, মিডিয়াম পেসার অলি রবিনসনের (Ollie Robinson) জায়গায় দলে ফিরেছেন ফাস্ট বোলার মার্ক উড (Mark Wood)।
রাঁচিতে সিরিজ হেরে গেলেও ইংল্যান্ডের কাছে এই টেস্টের যথেষ্ট গুরুত্ব রয়েছে। প্রথমত ধরমশালায় (Dharamshala) জিতে ৩-২ করে দেশে ফিরলে তা বেন স্টোকসের (Ben Stokes) জন্য যথেষ্ট সম্মানের হবে। তাছাড়া ভারত হালকা নেবে এমন ভাবার কোনও কারণ নেই। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (WTC) পয়েন্ট তালিকায় উপরে উঠতে সব ম্যাচ জেতা জরুরি। কাজেই নৈসর্গিক ছবির মতো মাঠে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
আরও পড়ুন: সিএসকে শিবিরে প্রত্যাবর্তন করলেন ‘থালা’
Walk with us to the middle…
Is this the most beautiful ground in the world? ???#INDvENG | #EnglandCricket pic.twitter.com/ejZvQ1dji5
— England Cricket (@englandcricket) March 5, 2024
এই সিরিজে বেশ কয়েকবার ভারতের উপর চাপ সৃষ্টি করেছিল ইংল্যান্ড। সেই চাপ ধরে রাখতে না পারায় সিরিজের ফল এখন ৩-১। ইংলিশ অধিনায়ক বলছেন, এই সিরিজ তাঁদের প্রত্যেককে এবং দলকে প্রবলভাবে বিবর্তনে সাহায্য করেছে। স্টোকস বলেন, “স্কোরলাইন ৩-১ মানেই আমরা পিছন দিকে চলে গিয়েছি এমন নয়। এই সফরে অনেক বিষয়ে আমরা দল হিসেবে উন্নতি করেছি। দল এবং প্রত্যেকে এই সফরে প্রবলভাবে বিবর্তিত হয়েছে।”
স্টোকস আরও বলেন, “শেষবার যখন খেলেছিলাম সেখান থেকে প্রত্যেকে তাদের নিজেদের আরও ভালো সংস্করণে পরিণত হওয়ার চেষ্টা করেছে। প্রত্যেকে আরও ফিট হয়েছে, আগের গ্রীষ্মে যেভাবে আমরা খেলেছিলাম তার থেকে এবারের অনুভূতি সত্যিই আলাদা।”
পঞ্চম টেস্টে ইংল্যান্ডের একাদশ: জাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক) বেন ফোকস, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, শোয়েব বশির।
দেখুন অন্য খবর: