ধরমশালা: সিরিজের ফল ৪-১ হোক কিংবা ৩-২, একটা বিষয় মোটামুটি নিশ্চিত। ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পাচ্ছেন যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। পাঁচটি টেস্টে এখন পর্যন্ত তাঁর রান ৮০, ২০৯, ২১৪, ৭৩, ৩৭ এবং ৫৭। সিরিজের অবশিষ্ট আর এক ইনিংসে তিনি ব্যাট করতে পারবেন কি না তা ইংল্যান্ডের ব্যাটারদের উপর নির্ভর করছে। তবে ইতিমধ্যেই কিংবদন্তি সুনীল গাভাসকরের (Sunil Gavaskar) রেকর্ডে ভাগ বসিয়েছেন জয়সওয়াল। আর একটা সুযোগ পেলেন রেকর্ড ভাঙতেই পারেন।
একটি টেস্ট সিরিজে ভারতীয় ব্যাটার হিসেবে ৭০০ রানের বেশি এতদিন ছিল গাভাসকরের। প্রথম ইনিংসে ৫৭ করে জয়সওয়ালও ৭০০-র ঘরে পৌঁছেছেন। কিন্তু ১৯৭০-৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অভিষেক সিরিজে সানির ৭৭৪ রানের রেকর্ড থেকে এখনও ৬২ রানে পিছিয়ে আছেন তিনি। চতুর্থ ইনিংসে ব্যাট করার যথেষ্ট সুযোগ পেলে কিংবদন্তি ওপেনারের রেকর্ড ভাঙতে পারেন কি না দেখার।
ভারতের হয়ে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এখনও গাভাসকরের। সেটিও নিজের প্রথম সিরিজেই করেছিলেন তিনি। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে পাঁচটি টেস্ট খেলে ভারত। পোর্ট অব স্পেনে সেই সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হওয়া গাভাসকর সিরিজ শেষ করেন ৭৭৪ রান নিয়ে। অভিষেক টেস্টের দুই ইনিংসে ৬৫ ও অপরাজিত ৬৭ রান করা ভারতীয় ওপেনার পরের তিন টেস্টে একটি ডাবল সেঞ্চুরি সহ মোট চারটি সেঞ্চুরি পেয়ে যান। পোর্ট অব স্পেনেই সিরিজের শেষ টেস্টে জোড়া সেঞ্চুরি (১২৪ ও ২২০) করেন ২১ বছর বয়সি গাভাসকর।
দ্বিতীয় দিনের শেষে ভারত এগিয়ে ২৫৫ রানে। প্রথম ইনিংসের মতো ব্যাটিং নমুনা ইংল্যান্ড যদি তৃতীয় ইনিংসেও দেখায় তাহলে জয়সওয়ালের আর রেকর্ড ভাঙা হবে না। বেন স্টোকসদের (Ben Stokes) অন্তত সাড়ে ৩৫০ করতে হবে তাহলে যদি কিছু হয়। অর্থাৎ জয়সওয়ালের ভাগ্য এখন ইংলিশ ব্যাটারদের হাতে।