চেন্নাই: আইপিএলে বড় ধাক্কা চেন্নাই সুপার কিংসের। চোটের কারণে ছিটকে গেলেন সিএসকে ওপেনার ডেভন কনওয়ে। একইসঙ্গে সিএসকে টিম ম্যানেজমেন্ট ঘোষণা করল পরিবর্ত ক্রিকেটারের নাম। ইংল্যান্ডের জোরে বোলার রিচার্ড গ্লিসনকে নিয়েছে চেন্নাই সুপার কিংস।
ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কনওয়ের বাঁ হাতের বুড়ো আঙুলে চিড় ধরেছিল। পরে অস্ত্রোপচার হয়। চেন্নাই আশাবাদী ছিল আইপিএলের দ্বিতীয়ার্ধে কনওয়েকে পাওয়ার ব্যাপারে। তবে গোটা আইপিএলেই কনওয়ে খেলতে পারবেন না।
গত মরশুমে দুরন্ত ছন্দে ছিলেন ডেভন কনওয়ে। চেন্নাইকে ২০২৩ আইপিএল জেতানোর অন্যতম কারিগর ছিলেন কনওয়ে। ১৫ ইনিংসে ৬৭২ রান করেছিলেন। গড় ৫১.৬৯ এবং স্ট্রাইক রেট ১৪০-এর কিছু কম ছিল। ফাইনালের সেরা ক্রিকেটারও হয়েছিলেন কনওয়ে।
অন্য খবর দেখতে ক্লিক করুন: