Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাভাগ্য ফেরাতে জায়গা বদল ইংল্যান্ডের

ভাগ্য ফেরাতে জায়গা বদল ইংল্যান্ডের

Follow Us :

ভাগ্য বদলাতে এবার জায়গা বদল করল ইংল্যান্ড| সেন্ট জর্জ পার্ক থেকে টটেনহ্যামে সরানো হল থ্রি লায়ন্সদের শিবির| হ্যারি কেনদের আত্মবিশ্বাস বাড়াতেই নাকি এই সিদ্ধান্ত গ্যারি সাউথগেটের|

আরও পড়ুন: নিউজিল্যান্ডের চ্যালেঞ্জ এড়িয়ে টেস্ট ড্র রাখলো রুটরা

টটেনহ্যামের মিডলটন লজই এখন ব্রিটিশ তারকাদের নতুন ঠিকানা| প্রথম ম্যাচ জিতলেও, স্কটল্যান্ডের বিরুদ্ধে আটকে যায় ইংল্যান্ড| কেন, র‍্যাশফোর্ড, স্টার্লিংদের মতো তারকারা থাকলেও গোল করতে পারেনি ইংল্যান্ড| যার ফলে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার দাবীদার হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করতে পারেনি ইংল্যান্ড| এবার সামনে রয়েছে চেক প্রজাতন্ত্র| যাদের একেবারেই হাল্কাভাবে নেওয়া যায় না| সেইসঙ্গে হ্যারি কেনদের নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে সমালোচনার ঝড়| আর সেইসব থেকে দূরে রাখা এবং ফুটবলারদের আত্মবিশ্বাস ধরে রাখতেই সেনারিও বদলের সিদ্ধান্ত সাউথগেটের| যারজন্য টটেনহ্যামের এই আধুনিক লজই নাকি আদর্শ|

মিডলটনে লজে ফুটবলারদের রাখা রয়েছে সাউন্ডপ্রুফ ঘরে| যাতে বাইরে থেকে কোনও আওয়াজ কিম্বা কিছুতে অসুবিধা না হয়| রয়েছে প্রত্যেকের জন্য যোগা জিম| ফুটবলারদের চাপমুক্ত রাখতে রাখার জন্য সেখানে রয়েছে সিনেমা হল এবং আর্জেন্তিনিয়ান বার্বিকিউ| মিডলটন লজের এই খেলোমেলা পরিবেশে থাকলে ফুটবলাররা মানসিকভাবে চাঙ্গা থাকবে বলেই মনে করছে ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট| এত কিছুর পরে চেক প্রজাতন্ত্রের বিরুদ্ধে ফের ইংল্যান্ড স্বমহিমায় ফিরতে পারে কিনা তা তো সময়ই বলবে|

RELATED ARTICLES

Most Popular