Homeখেলাময়াঙ্কের দুরন্ত শতরানে দিনের শেষে লড়াইয়ে ভারত

ময়াঙ্কের দুরন্ত শতরানে দিনের শেষে লড়াইয়ে ভারত

Follow Us :

মুম্বই: প্রথম টেস্ট পারেননি| ওয়াংখেড়েতে প্রথম দিনের শেষে ভারতীয় শিবিরের নায়কের নাম ময়াঙ্ক আগরওয়াল| তাঁর চওড়া ব্যাটেই চাপের মুহূর্ত থেকে ঘুরে দাঁড়াল ভারত| সঙ্গে যোগ্য সঙ্গত ঋদ্ধিমান সাহার| চাপের মুহূর্তে তাদের দুরন্ত পার্টনারশিপেই দিনের শেষে খানিকটা ভাল জায়গায় ভারত| বৃষ্টিবিঘ্নিত প্রথম দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে |

পূর্বাভাস আগেই ছিল| সেইমতোই সকাল থেকেই ছিল মুম্বইয়ে বৃষ্টি| যদিও পরে তা থেমে যায়| কিন্তু মাঠ ভিজে থাকায় নির্দিষ্ট সময় ম্যাচ শুরু করা সম্ভব হয়নি| নির্ধারিত সময়ের প্রায় দু ঘন্টা পরে টস হয়| ম্যাচ শুরু হয় দুপুর ১২টায়| ৯০ নয় , ৭৮ ওভার পর্যন্তই প্রথম দিন খেলা হবে, জানানো হয়|

অধিনায়ক হয়ে এই ম্যাচেই ফিরেছেন বিরাট কোহলি| ঘরের মাঠে এই মরসুমে তাঁর প্রথম টেস্টেই টস জিতলেন অধিনায়ক কোহলি| শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারত অধিনায়কের| ময়াঙ্ক এবং শুভমন এদিন শুরুটা ভালই করেছিল|

ওপেনিং পার্টনারশিপ ৮০ রানের করে তারা| এরপরই ৪৪ রানে ফিরে যান শুভমন গিল| ৮০ রানেই পরপর দু উইকেট তুলে নেন নিউ জিল্যান্ডের স্পিনার আজাজ পটেল| পরপর তিন উইকেট খুইয়ে চা বিরতির আগেই চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া|

শ্রেয়স আইয়ার এলেও, ময়াঙ্কের সঙ্গে বেশিক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি তিনিও| ১৮ রানে ফিরে যান তিনিও| দলের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব দিন একা কাঁধে তুলে নিয়েছিলেন ময়াঙ্ক আগরওয়াল| পরিস্থিতি সামলাতে তখন দরকার ছিল একটা ভাল পার্টনারশিপ| আবারও সেই ঋদ্ধিমান সাহা| তাঁকে পাশে নিয়েই লড়াইটা শুরু ময়াঙ্ক আগরওয়ালের| চাপ সামলে দুরন্ত শতরান করে ভারতকে ট্র্যাকে ফেরান ময়াঙ্ক আগরওয়ালই|

১৯৬ বল খেলে মাটি কামড়ে পড়ে থেকে প্রথম সেঞ্চুরি করেন ময়াঙ্ক| ভারতের বাঁচতে হয়ত তখন সেটাই সবচেয়ে বেশি অক্সিজেন জুগিয়েছে| ময়াঙ্ক-ঋদ্ধির হাত ধরেই এখন বড় রানের স্বপ্ন দেখা শুরু করেছে ভারত| দিনের শেষে ভারতের রান ৪ উইকেটে ২২১|

৬৯ ওভার শেষে ভারত ২১৩/৪, ময়াঙ্ক(১১২), ঋদ্ধিমান(২৫)

৬২.১ ওভারে ভারতের রান ২০০/৪

শতরান ময়াঙ্ক আগল ওয়ালের, ১৯৬ বলে সেঞ্চুরি করলেন তিনি|

৫০ ওভার শেষে ভারত ১৬০/৪, ময়াঙ্ক(৮৫), ঋদ্ধি(০)

TEA… ৩৭ ওভার শেষে ভারত ১১১/৩
বিরাট কোহলি- ০
চেতেশ্বর পুজারা- ০
শুভমন গিল- ৪৪

১৬ ওভার শেষে ভারত ৪৫/০

৭ ওভার শেষে ভারত ২৫\০, গিল(১৩), ময়াঙ্ক(১২)

৩ ওভার শেষে ভারত ১৬\০, শুভমন গিল(১২), ময়াঙ্ক(৪)

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বিরাট কোহলির| খেলা শুরু ১২ টায়| প্রথম দিন খেলা হবে ৭৮ ওভার|

মুম্বইয়ে বৃষ্টি| আপাতত বৃষ্টি থামলেও, আউটফিল্ড স্লো, পিছোল টস, ১০.৩০ পরবর্তী ইনসপেকশন|

দ্বিতীয় টেস্টে নামার আগেই ধাক্কা| ছিটকে গেলেন ইশান্ত, জাদেজা ও রাহানে|

RELATED ARTICLES

Most Popular