Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাময়াঙ্কের ১৫০ ও বোলারদের দাপটে দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটে ভারত

ময়াঙ্কের ১৫০ ও বোলারদের দাপটে দ্বিতীয় দিনের শেষে ফ্রন্টফুটে ভারত

Follow Us :

মুম্বই: প্রথম দিন শেষ করেছিলেন তিনি| ২২১ রানে চার উইকেট নিয়ে প্রথম দিনটা শেষ করেছিলেন তিনি| দ্বিতীয় দিনে ছটা উইকেটই নিলেন| মাতৃভূমীতে এক ইনিংসে দশ উইকেট নিয়ে জিম লেকার ও অনিল কুম্বলেদের ক্লাবে ঢুকে পড়লেন আজাজ পটেল| প্রথম দিন ২২১ রানে শেষ হওয়ার পর আশা ছিল সাড়ে তিনশোরও গন্ডী পেরিয়ে চারশোর কাছাকাছি পৌঁছে যাবে ভারতের প্রথম ইনিংস| কিন্তু দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে মাত্র ১০৪ রান যোগ করতে পারলেন ভারতীয় ব্যাটাররা| দ্বিতীয় দিন ময়াঙ্কের ১৫০ রানই ভারতে একটা সম্মানের জায়গায় পৌঁছে দিয়েছিল|৩২৫ রানেই শেষ ভারতের প্রথম ইনিংস| দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে বিনা উইকেটে ৬৯ রান ভারতের, ৩৩২ রানে এগিয়ে ভারত|

মুম্বইয়ের স্পিনিং ট্র্যাকে স্পিনারদের দাপট প্রথম দিন থেকেই দেখা গিয়েছিল| শুধু আজাজ পটেলই নয়, ভারতীয় স্পিনাররাও পিছিয়ে ছিলেন না| ৩২৫ রানে ভারতীয় ব্যাটাররা অল আউট হয়ে যাওয়ার পর পরীক্ষা ছিল বোলারদের সামনে| সই সফলভাবে উত্তীর্ হলেন ভারতীয় বোলাররা| ৬২ রানেই শেষ হয়ে যায় নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস| যা ভারতের মাটিতে বিদেশী দল টেস্টে এটাই সর্বনিম্ন স্কোর| যদিও কিউইদের প্রথম ধাক্কাটা মেরেছিলেন মহম্মদ সিরাজ|

১৫ রানের মধ্যে ২ ওপেনার টম ল্যাথাম ও উইল ইয়ংকে| পরের দায়িত্বটা তুলে নিয়ছিলেন অভিজ্ঞ অশ্বিন| দক্ষিণি স্পিনার ৮ রানে একাই নিলেন ৪ উইকেট| তাঁকে ও মহম্মদ সিরাজকে সঙ্গ দিলেন অক্ষর পটেল ও জয়ন্ত যাদব|

নিউ জিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যাওয়ার পর ২৬৩ রানে এগিয়ে ছিল ভারত| যা ওয়াংখেড়ের প্রশ্নপত্রে নিরাপদ বলে মনে করেনি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক| ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ভারত| ময়াঙ্ক আগরওয়ালের সঙ্গে সবাইকে চমকে দিয়ে ওপেন করতে রামেন চেতেশ্বর পুজারা| দিনের শেষে ময়াঙ্ক আগরওয়াল ৩৮ ও পুজারা ২৯ রানে অপরাজিত রয়েছে| ভারতের স্কোর বিনা উইকেটে ৬৯ রান| ৩৩২ রানে এগিয়ে| ৪০০-র কাছাকাছি নিরাপদ জায়গায় না গিয়ে নিউ জিল্যান্ডকে হয়ত ডিক্লেয়ার দেবে না ভারত|

ভারতের রান ৫১/০, লিড ৩১৪ রানের

দ্বিতীয় ইনিংসে ৩ ওভার শেষে ভারত ১৩/০, ওপেনিংয়ে পুজারা ও ময়াঙ্ক আগরওয়াল

৬২ রানেই প্রথম ইনিংস শেষ নিউ জিল্যান্ডের

২০ ওভারে নিউ জিল্যান্ড ৫৩\৮, জোড়া উইকেট রবিচন্দ্রন অশ্বিনের

১৭ ওভার শেষে নিউ জিল্যান্ড ৩৯/৬

দুরন্ত বোলিং ভারতের, নিউ জিল্যান্ড ২৭\৪

১০ উইকেট আজাজ পটেলের, ভারতের প্রথম ইনিংস শেষ ৩২৫ রানে|

১০৮ ওভার শেষে ভারত ৩১৮/৮, জয়ন্ত যাদব(৭), উমেশ যাদব(০)

ভারত ২৯১/৭, আজাজ পটেল একাই নিলেন ৭ উইকেট

১৫০ ময়াঙ্ক আগরওয়াল, আজাজ পটেলের বলেই আউট হলেন তিনি|

LUNCH… ৯৮ ওভারে ভারত ২৩৮/৬,ময়াঙ্ক(১৪৬), অক্ষর(৩২)

৭৬ ওভারে ভারত ২৩৮/৬, ঋদ্ধিমান আউট ২৭ রানে, অশ্বিন ফিরলেন ০ শূন্য রানে|

৭১ ওভার শেষে ভারত ২২১/৪, ময়াঙ্ক(১২০), ঋদ্ধিমান(২৫)

RELATED ARTICLES

Most Popular