Placeholder canvas

Placeholder canvas
Homeখেলামঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ভারতই ফেভারিট

মঙ্গলবার মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচে ভারতই ফেভারিট

Follow Us :

টি টোয়েন্টি বিশ্ব কাপের প্রস্তুতির অঙ্গ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ভারতে এসেছে। এই সিরিজে তারা ভারতের সঙ্গে তিনটি ম্যাচ খেলবে। ম্যাচগুলি হবে মোহালি (২০ সেপ্টেম্বর), নাগপুর (২৩ সেপ্টেম্বর) এবং হায়দরাবাদে (২৫ সেপ্টেম্বর)। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় সিরিজের প্রথম ম্যাচ হবে মোহালিতে। অস্ট্রেলিয়া টিমে নেই তাদের নিয়মিত ওপেনার ডেভিড ওয়ার্নার, দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মিচেল মার্স এবং মার্কাস স্টোয়নিস এবং জোরে বোলার মিচেল স্টার্ক। তবু তারা নিজেদের দুর্বল ভাবছে না। বরং সিরিজ জেতাই তাদের লক্ষ্য বলে জানিয়ে দিয়েছেন প্যাট কামিংস। অস্ট্রেলিয়ার সহ অধিনায়ক কামিংস বলেছেন, “যারা আছে তাদের নিয়েই আমরা লড়ব।”

অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চের ব্যাটে রান নেই। তাই রান পাওয়ার জন্য তাদের নির্ভর করতে হবে গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েড এবং নবাগত টিম ডেভিডের উপর। আই পি এল-এ রয়াল চ্যালেঞ্জ বাঙ্গালোরের হয়ে টিম ডেভিড প্রচুর রান করেছেন। তাই তাঁর উপর ভরসা রাখতে চাইছে অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্ট। তবে অজিদের বোলিংটা বেশ ভালই আছে। প্যাট কামিংস এবং জস হ্যাজালউডের মতো নামী পেসারদের পাশাপাশি অ্যাডাম জাম্পা এবং আ্যাস্টন আ্যাগরদের মতো স্পিনার আছে তাদের। তাই সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে দুর্বল ভাবলে ভুল করবে ভারত। রাহুল দ্রাবিড়ের ভারত অবশ্য সে পথে হাঁটতে চায় না। কদিন আগে দুবাইতে এশিয়ান কাপে তারা হেরে গেছে পাকিস্তান এবং শ্রী লঙ্কার কাছে। সেই হারের ক্ষতে প্রলেপ লাগাতে এই সিরিজটিকেই পাখির চোখ করে দেখতে চান দ্রাবিড়।

ওপেনার নিয়ে বিতর্ক হওয়ায় অধিনায়ক রোহিত শর্মা বলেই দিয়েছেন তাঁর সঙ্গে ওপেন করবেন সহ আধিনায়ক লোকেশ রাহুলই। এর পর তিন নম্বরে আসবেন বিরাট কোহলি। চারে সূর্য শেখর যাদব। এর পর আছেন অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। তাঁর পরে আছেন উইকেটকিপার ঋষভ পন্থ। এখন দেখার দীনেশ কার্তিককেও প্রথম একাদশে নামানো হয় কি না। জোরে বোলার মহম্মদ সামি করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁর বদলে দলে নেওয়া হয়েছে উমেশ যাদবকে। তবে দলের এক নম্বর পেসার হবেন যশপ্রীত বুমরা। চোটের জন্য তিনি এশিয়ান কাপের দলে ছিলেন না। এবার ফিরছেন। সঙ্গে ফিরছেন হর্ষল প্যাটেলও। তাঁদের সঙ্গে থাকবেন ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং। স্পিনার হিসেবে আছেন যজুবেন্দ্র চহাল, অক্ষর প্যাটেল এবং রবিচন্দ্রণ অশ্বিন। সব মিলিয়ে ভারতের টিম কাগজে কলমে অস্ট্রেলিয়ার থেকে অনেক শক্তিশালী। এখন দেখার মাঠে তারা তাদের সেই প্রভাব দেখাতে পারে কি না। মোহালির উইকেট বরাবরই পেসারদের সাহায্য করে। সেই বিচারে দুই দলের পেসারদের দিকে নজর থাকবে ক্রীড়া অনুরাগীদের। কিন্তু দুই দলের যা শক্তি তাতে মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতই ফেভারিট।

RELATED ARTICLES

Most Popular