Placeholder canvas

Placeholder canvas
HomeScrollহায়দরাবাদ টেস্টে ভারতের প্রথম একাদশ কী হতে পারে

হায়দরাবাদ টেস্টে ভারতের প্রথম একাদশ কী হতে পারে

Follow Us :

হায়দরাবাদ: ম্যাচের আগের দিনই প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড (England)। ভারতের (India) মাটিতে ভারতের মোকাবিলা করতে তারা যে মুখিয়ে আছে, আত্মবিশ্বাসে কোনও কমতি নেই তা বোঝাতেই যেন আগেভাগে দল ঘোষণা। অন্যদিকে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কোনও তাড়াহুড়ো করছে না। যতদূর সম্ভব টসের সময়েই জানা যাবে রোহিত শর্মা (Rohit Sharma) কোন এগারোজনকে বেছেছেন। তবে একটা ধারণা এখন থেকেই করা যায়, আসনু দেখে নেওয়া যাক ভারতের প্রথম একাদশ কী হতে পারে।

রোহিত শর্মার সঙ্গে যশস্বী জয়সওয়াল ওপেন করবেন তা মোটামুটি নিশ্চিত। তেমনই নিশ্চিত তিনে নামবেন শুভমান গিল (Shubman Gill)। চার নম্বর স্পট নিয়ে আগ্রহ রয়েছে। বিরাট কোহলির (Virat Kohli) বাঁধাধরা জায়গায় ব্যাট করতে পারেন কে এল রাহুল (KL Rahul)। সেক্ষেত্রে পাঁচে নামবেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। যেহেতু রাহুল দ্রাবিড় (Rahul Dravid) জানিয়ে দিয়েছেন, রাহুল কিপার হিসেবে খেলবেন না তাই সুযোগ পাবেন কে এস ভরত। কিন্তু তিনি নামবেন সাতে, ছয়ে আসবেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)।

আরও পড়ুন: নেই অ্যান্ডারসন! প্রথম টেস্টের একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড

আট এবং নয়ে রবিচন্দ্রন অশ্বিন (Ravindra Jadeja) এবং অক্ষর প্যাটেল (Axar Patel)। ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন বুঝে এই দুজনকে নামানো হতে পারে। দশে জসপ্রীত বুমরা (Jasprit Bumrah) এবং সবার শেষে মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। কোহলির জায়গায় প্রথম দুই টেস্টে দলে নেওয়া হয়েছে রজত পতিদারকে (Rajat Patidar)। কিন্তু তাঁর প্রথম এগারোয় খেলার সম্ভাবনা কম। একইভাবে স্কোয়াডে থাকলেও কুলদীপ যাদবের (Kuldeep Yadav) খেলার সম্ভাবনা কম, টিম ম্যানেজমেন্ট অক্ষরকেই খেলাবে।

প্রথম টেস্টে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কে এল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, কে এস ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।    

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular