
নয়াদিল্লি: ৩১ মার্চ চেন্নাইয়িন এফসির কাছে হারের ফলে মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) এখন বাকি তিন ম্যাচই কার্যত ফাইনাল। হার তো দূর, ড্র-ও করা যাবে না, জিততেই হবে। তা করতে পারলেই এবারের আইএসএল লিগ-শিল্ড (ISL League Shield) জেতা যাবে। এই পরিস্থিতিতে আজ, শনিবার নয়াদিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে পঞ্জাব এফসির (Punjab FC) বিরুদ্ধে নামছে সবুজ-মেরুন ব্রিগেড।
এ ম্যাচেও সম্ভবত ডাগ আউটে থাকতে পারবেন না বাগান কোচ আন্তনিও লোপেজ হাবাস (Antonio Lopez Habas)। অসুস্থতার জন্য চেন্নাইয়িন ম্যাচে ছিলেন না। এখনও পুরো সুস্থ না হওয়ায় শুক্রবার দলের সঙ্গে রাজধানী যাননি। গতকাল সাংবাদিক সম্মেলন করেন সহকারী কোচ ম্যানুয়েল পেরেজ। হাবাসের আজ সকালে দিল্লি পাড়ি দেওয়ার একটা সম্ভাবনা আছে তবে তা খুব ক্ষীণ।
আরও পড়ুন: টেস্ট সিরিজ জিতে বাংলাদেশকে চরম ট্রোল করল শ্রীলঙ্কা!
শেষ দুই ম্যাচে ছয় গোল খেয়েছে মোহনবাগান। প্রতি আক্রমণে রক্ষণে প্রচুর ফাঁকফোকর চোখে পড়েছে। পঞ্জাবের কোচ নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। আজ তাদের লক্ষ্য থাকবে রক্ষণ জমাট করে রাখা এবং সুযোগ পেলেই কাউন্টার অ্যাটাকে গোল তুলে নেওয়া। পঞ্জাবের সহকারী কোচ শঙ্করলাল চক্রবর্তী জানিয়ে দিয়েছেন, তাঁরা মোহনবাগানের জন্য প্ল্যান বানিয়ে ফেলেছেন।
Three goals in our previous clash with Punjab FC!
Watch #ISL 2023-24 live on @JioCinema, @Sports18 & @Vh1India ? https://t.co/s6ihnnu494#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন #ISL10 #LetsFootball #ISLonJioCinema pic.twitter.com/Kz88RIyg0U
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) April 3, 2024
চোটের জন্য সাহাল আবদুল সামাদকে পাচ্ছে না মোহনবাগান। তাঁর জায়গায় শুরু থেকে খেলতে পারেন অভিষেক সূর্যবংশী। একটা ব্যাপারে সামান্য সুবিধা পাবে কলকাতার ক্লাব। জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ দর্শক সমর্থন ছাড়াই খেলবে পঞ্জাব। দমকলের ছাড়পত্র না পাওয়ায় এই ম্যাচে দর্শকশূন্য থাকবে।
লিগ-শিল্ড জয়ে বাগানের প্রধান কাঁটা মুম্বই সিটি এফসি ২০ ম্যাচে ৪৩ পয়েন্ট পেয়ে শীর্ষে। গোল পার্থক্যেও তারা অনেক এগিয়ে। ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে মোহনবাগান। আজ জিতলে ওড়িশা এফসিকে টপকে দুইয়ে উঠে যাবে। সেক্ষেত্রে মুম্বইয়ের থেকে এক পয়েন্ট পিছিয়ে থাকবে বাগান। এদিকে ১০ নম্বরে থাকা পঞ্জাব ছয় নম্বরে শেষ করার জন্য মরিয়া লড়াই দেবে। কাজেই জনি কাউকোদের কাজ সহজ হবে না।