Placeholder canvas

Placeholder canvas
HomeScrollধর্ষণের দায়ে ৮ বছর কারাবাসের সাজা ক্রিকেটারের!  

ধর্ষণের দায়ে ৮ বছর কারাবাসের সাজা ক্রিকেটারের!  

Follow Us :

কাঠমান্ডু: নেপালের (Nepal) তারকা স্পিনার সন্দীপ লামিচানেকে (Sandeep Lamichane) আট বছর কারাবাসের সাজা শোনাল সে দেশের আদালত। গত ২৯ ডিসেম্বর তাঁকে দোষী সাব্যস্ত করেছিল কাঠমান্ডুর জেলা আদালত (Kathmandu District Court)। বুধবার সাজা শোনানো হল। সরকার পক্ষের আইনজীবী ১২ বছর হাজতবাসের দাবি জানিয়েছিলেন, কিন্তু আদালত আট বছরকেই যথেষ্ট মনে করেছে। এই খবর নিঃসন্দেহে ক্রিকেট মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কতদিনের হাজতবাস তা পরবর্তী শুনানিতে পরিষ্কার হবে। এশিয়ার অন্যতম সেরা লেগস্পিনার লামিচানে। আইপিএল ছাড়াও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ (Big Bash), ক্যারিবিয়ান টি২০ লিগ (CPL), টি১০, গ্লোবাল টি২০ কানাডা টুর্নামেন্টে খেলেছেন।

আরও পড়ুন: আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই বিরাট কোহলি!

২৩ বছর বয়সি প্রতিভাবান স্পিনারের ভবিষ্যৎ উজ্জ্বল বলে মনে করা হচ্ছিল। কিন্তু ধর্ষণ কাণ্ডে বেলাইন হয়ে পড়ল তাঁর ক্রিকেট কেরিয়ার। লামিচানের বিরুদ্ধে অভিযোগ, গত বছর ২১ অগাস্ট এক ১৭ বছর বয়সি নাবালিকাকে ধর্ষণ করেন। ওই নাবালিকা পুলিশে লিখিত অভিযোগ করেন ৬ সেপ্টেম্বর। অভিযোগের ভিত্তিতে লামিচানেকে গ্রেফতার করা হলেও এ বছরের গোড়ায় জামিন পেয়ে যান তিনি। কিন্তু ২৯ ডিসেম্বর বিচারক শিশির রাজ ধাকালের একক বেঞ্চ লামিচানেকে দোষী সাব্যস্ত করে। তবে আদালত জানিয়েছিল, ধর্ষণের সময়ে ওই তরুণী নাবালিকা ছিলেন না।

RELATED ARTICLES

Most Popular