Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsআফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই বিরাট কোহলি!

আফগানদের বিরুদ্ধে প্রথম ম্যাচে নেই বিরাট কোহলি!

Follow Us :

মোহালি: আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে থাকছেন না বিরাট কোহলি (Virat Kohli)। ব্যক্তিগত কারণে মোহালির ওই ম্যাচ খেলবেন না তিনি, বুধবার একথা জানিয়ে দিয়েছেন হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। তিনি এও জানান, দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচের জন্য দলের সঙ্গে যোগ দেবেন কোহলি। প্রসঙ্গত, মোহালিতে সিরিজের প্রথম ম্যাচ ১১ জানুয়ারি। দ্বিতীয় এবং তৃতীয় খেলা ১৪ এবং ১৭ জানুয়ারি, যথাক্রমে ইন্দোর ও বেঙ্গালুরুতে।

কোহলি ছাড়াও এই সিরিজে দীর্ঘদিন পর দলে ফেরানো হয়েছে দুই সিনিয়র রোহিত শর্মাকে (Rohit Sharma)। সেই ২০২২ সালের টি২০ বিশ্বকাপে শেষবার দু’জনে এই ফর্ম্যাটে খেলেছিলেন। জুন মাসে ফের টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। আইসিসি (ICC) আয়োজিত সেই টুর্নামেন্টে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা বেড়েছে।

আরও পড়ুন: আইপিএল ফর্ম দেখে বিশ্বকাপে সুযোগ বিরাট-রোহিতের!

এ নিয়ে প্রশ্ন করা হয়েছিল কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাভাসকরকে (Sunil Gavaskar)। তিনি জানিয়ে দিলেন, আফগানিস্তান সিরিজ নয়, দুই সিনিয়রের ভাগ্য নির্ধারণ হবে আইপিএলের ফর্ম দেখে। গাভাসকর বলেন, “আমি মনে করি আইপিএল ফর্ম গুরুত্বপূর্ণ কারণ সেটাই হবে সাম্প্রতিক ফর্ম। আফগানিস্তান সিরিজ জানুয়ারিতে আর টি২০ বিশ্বকাপ জুনে। মার্চ, এপ্রিল, মে মাসে যাদের ফর্ম ভালো থাকবে তাদেরই প্রথমে বিবেচনা করা হবে।”

সানির এও মত, বিরাট ও রোহিতের ফর্ম খুব ভালো না থাকলেও অভিজ্ঞতার বিচারে তাঁদের দলে নেওয়া উচিত। প্রাক্তন ক্রিকেটার বলেন, “প্রত্যেক দিন কেউ রান করতে পারে না। যদি ওরা ১৪টা ম্যাচের মধ্যে পাঁচটাতেও ভালো রান করে তাহলে ওদের অভিজ্ঞতার সুবিধা নেওয়া উচিত। ওদের বিশ্বকাপের দলে নেওয়া উচিত।”

RELATED ARTICLES

Most Popular