Placeholder canvas

Placeholder canvas
Homeখেলাউদ্বেগের মাঝেই নিরাপদ বায়োবাবলে টিম ইন্ডিয়াকে রাখার আশ্বাস দক্ষিণ আফ্রিকার

উদ্বেগের মাঝেই নিরাপদ বায়োবাবলে টিম ইন্ডিয়াকে রাখার আশ্বাস দক্ষিণ আফ্রিকার

Follow Us :

কলকাতা টিভি ওয়েবডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্টের আগমন| ফের দেখা দিয়েছে উদ্বেগ| তবে সমস্তকিছু সামলে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ(India vs South africa) সুষ্ঠুভাবেই করার আশ্বাস দক্ষিণ আফ্রিকা শিবিরে| যথাযথ বিধি-নিষেধ এবং সঠিক বায়োবাবল মেনেই হবে এই সিরিজ| বিসিসিআইকে(BCCI) আশ্বাসবাণী প্রোটিয়াদের তরফে| সিরিজ নিয়ে এখনও পর্যন্ত ইতিবাচক দুই শিবিরই|

১৭ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নামার কথা ভারতের| ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ শেষের পরই প্রোটিয়াদের মাটিতে খেলার জন্য ৯ ডিসেম্বর রওনা দেবে ভারতীয় দল| কিন্তু তার আগে সিরিজ হওয়া নিয়ে হঠাত্ই দেখা দিয়েছিল উদ্বেগ| আর তার কেন্দ্রে সেই করোনা| তবে এবার তার নতুন ভ্যারিয়েন্ট|

এমন পরিস্থিতিতে ভারত সেখানে খেলতে যাবে কিনা, শুরু হয়ে গিয়েছিল জোর জল্পনা| কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর কেন্দ্রীয় সরকারের সঙ্গে বোর্ড কর্তাদের আলোচনার প্রস্তাব দিয়েছিলেন| পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্যই এমন প্রস্তাব তিনি দিয়েছিলেন| সেইসঙ্গে দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও যোগাযোগ শুরু করেছিল বিসিসিআই|

মঙ্গলবারই বিসিসিআইকে খানিকটা হলেও আশ্বস্ত করেছে দক্ষিণ আফ্রিকা বোর্ড সহ তাদের সরকার| একইসঙ্গে আবার ধন্যবাদও জানিয়েছে| এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকাতেই রয়েছে ভারতীয়-এ দল| করোনার প্রকোপ বাড়লেও, সেই সিরিজ বাতিল করেনি বোর্ড| বরং মঙ্গলবার থেকে শুরু হয়েছে চারদিনের টেস্ট ম্যাচ|

এরপরই বিরাট কোহলিদের(Virat Kohli) সিরিজ| সেই সিরিজও বাতিল না করারই আবেদন | সেইসঙ্গেই সমস্ত ধরণের বিধি-নিষেধ ও সুরক্ষা বিধি এবং কঠোর বায়োবাবলের মধ্যে দুই দেশেরই ক্রিকেটারদের রেখে ম্যাচ করানোর আশ্বাসও দিয়ছে দক্ষিণ আফ্রিকা সরকার ও বোর্ড|

যা ইতিমধ্যে বিসিসিআইকে জানিয়েও দেওয়া হয়েছে তাদের তরফে| বোর্ড অবশ্য সিরিজ পিছোনো কিংবা দল না পাঠানো নিয়ে কোনওরকম মন্তব্য করেনি| এখনই হয়ত বোর্ডও কোনওরকম সিদ্ধান্ত নিতে চাইছে না| অপেক্ষা করেই চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চাইছে বিসিসিআই|

RELATED ARTICLES

Most Popular