Placeholder canvas

Placeholder canvas
HomeBig newsইডেনের টিকিট নিয়ে ডামাডোল, জেনে নিন নয়া আপডেট

ইডেনের টিকিট নিয়ে ডামাডোল, জেনে নিন নয়া আপডেট

Follow Us :

কলকাতা: রবিবার ইডেন গার্ডেন্স (Eden Gardens) মাঠে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA) দ্বৈরথ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। এক ভারত-পাকিস্তান (IND vs PAK) ম্যাচ ছাড়া আর কোনও খেলা নিয়ে এত হইচই হয়নি। এই আবহের মধ্যেই টিকিট নিয়ে তুমুল ডামাডোল চলছে। টিকিট নিয়ে কালোবাজারি চলছে এই অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। এমনকী ঘটনার জল গড়িয়েছে থানাপুলিশ পর্যন্ত। ময়দান থানায় তলব করা হয়েছিল সিএবি-র দুই সদস্যকে।

পুলিশের তরফে ডিসি (সাউথ) প্রিয়ব্রত রায় জানান, সিএবি (CAB) সভাপতির পক্ষ থেকে দুইজন আধিকারিক এসেছিলেন ময়দান থানায়। যা যা প্রশ্ন করা হয়েছে তাঁরা তার উত্তর দিয়েছেন। সেসব উত্তর খতিয়ে দেখা হবে। কোনও রকম অসঙ্গতি থাকলে ফের ফের নোটিস দেওয়া হবে।

আরও পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গিয়ে কী বললেন হার্দিক?

অনলাইন টিকিট বিক্রয় সংস্থা বুক মাই শো-এর (Book my Show) আইনি এবং ব্যবসায়িক টিমের সঙ্গেও পুলিশের যোগাযোগ হয়েছে বলে জানান ডিসি (সাউথ)। সমস্ত টিকিটের হিসাব জমা দিতে বলা হয়েছে ওই সংস্থার দুই পক্ষকে। কত টিকিট আপলোড করা হয়েছে ও বিক্রি করা হয়েছে তার তথ্য দুই পক্ষকেই বলা হয়েছে জমা দিতে। সব দিক যাচাই করে দেখছে পুলিশ, যা হয়েছে সমস্ত অনলাইন। যদি কোনও অসুবিধা থাকে তথ্যে তাহলে আবার তলব করা হতেই পারে।

টিকিট নিয়ে হইচইয়ের বড় কারণ ইডেনে মুখোমুখি হচ্ছে এই বিশ্বকাপের দুই সেরা দল। সাত ম্যাচের সাতটাই জিতে ইতিমধ্যেই সেমিফাইনাল পাকা করে নিয়েছে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত। অন্যদিকে সাতটায় ছ’টা জিতেছে প্রোটিয়ারা। তাদের ব্যাটাররা বিধ্বংসী ফর্মে রয়েছেন। চারটে শতরান করে ফেলেছেন কুইন্টন ডি কক (Quinton de Kock)। ভ্যান ডার ডুসেন, মার্করাম, ক্লাসেনরাও ভালো ফর্মে। এদিকে ভারতের বোলাররা প্রতিপক্ষ ব্যাটিং লাইন আপের উপর দিয়ে রোলার চালাচ্ছে। রবিবার তাই এক উত্তেজক ম্যাচের অপেক্ষায় সবাই।

RELATED ARTICLES

Most Popular