Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে 'খেলা' শুরু করবেন অভিষেক 

ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে ‘খেলা’ শুরু করবেন অভিষেক 

Follow Us :

কলকাতা: জল্পনার অবসান। সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে সোমবার দুপুরে ত্রিপুরায় পা রাখতে চলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ত্রিপুরায় করোনা বিধিনিষেধের জেরে সূচি পরিবর্তন করেন অভিষেক। যত সময় গড়াচ্ছে ততোই ত্রিপুরায় শক্তি বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নারী শক্তি ও যুব সম্প্রদায়কে কাজে লাগাতে চলেছে জোড়াফুল শিবির।

আরও পড়ুন: লক্ষ্য ২০২৩-এর বিধানসভা, সোমবার ত্রিপুরায় যাচ্ছেন অভিষেক

ইতিমধ্যে দলের এক ঝাঁক যুব নেতা আগরতলা থেকে প্রচার শুরু করেছেন। প্রচারের মূল বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্প। ২০২৩-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যজুড়ে লাগাতার প্রচার চালানোর পরিকল্পনা নিয়েছে জোড়াফুল শিবির। ৮টি জেলা বিশিষ্ট এই রাজ্যে একাধিক সমস্যা রয়েছে। সেগুলিকেই ইস্যু করতে চলেছে তৃণমূল। জনজাতির উন্নয়নের পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া ও মহিলাদের স্বশক্তিকরণকে মূল গুরুত্ব দিতে চলেছে তারা।

সোমবার সকালে প্রথমে আগরতলা পৌঁছবেন অভিষেক। সেখান থেকে যাবেন মোথাবাড়ি মন্দিরে। মা ত্রিপুরেশ্বরীর আশীর্বাদ নিয়ে ত্রিপুরা অভিযান শুরু করতে চান তিনি। দুপুরে একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এছাড়াও বেশ কিছু সাংগঠনিক কাজ সারবেন এই সফরে। ত্রিপুরার বেশকিছু জনজাতীয় গোষ্ঠীর নেতাদের সঙ্গে বৈঠক করার সম্ভাবনা রয়েছে তাঁর।

আরও পড়ুন: PK বলেই IPAC এর সদস্যদের ভয় পাচ্ছে ত্রিপুরার বিজেপি সরকার: তৃণমূল

বিভিন্ন পেশার কিছু মানুষ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পাশে থাকার বার্তা দিতে পারেন বলে তৃণমূল সূত্রের খবর। তৃণমূল কংগ্রেসের যারা নতুন যোগদান করেছেন তাঁরা ছাড়াও রাজ পরিবারের কয়েকজন সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন। চুম্মা সফরে আইপ্যাক যে রিপোর্ট সংগ্রহ করেছে, সেই অনুযায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘুঁটি সাজানোর কাজ শুরু করেছেন।

২০২৩-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের হয়ে সমীক্ষা করতে সম্প্রতি ত্রিপুরা গিয়েছিলেন আইপ্যাক-এর ২৩ জন কর্মী৷ কিন্তু কোভিড বিধি লঙ্ঘনের অভিযোগে তাঁদের আগরতলার একটি হোটেলে ‘বন্দি’ করার অভিযোগ ওঠে বিপ্লব দেবের সরকারের বিরুদ্ধে৷ ঘটনার তীব্র প্রতিবাদ করে তৃণমূল৷ ত্রিপুরার বিজেপি সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ আনে তৃণমূল৷ এর পরই আইপ্যাক কর্মীদের ছাড়িয়ে আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গত সপ্তাহে আগরতলা যান তৃণমূলের এক প্রতিনিধি দল৷

আরও পড়ুন: ত্রিপুরায় ‘দিদির সাজে সাজতে চাই’

ওই প্রতিনিধি দলের সদস্য ব্রাত্য বসু, মলয় ঘটক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’‌ব্রায়েন এবং কাকলি ঘোষ দস্তিদাররা ইতিমধ্যেই ত্রিপুরায় জোড়াফুল ফোটানোর কাজ শুরু করে দিয়েছেন। তৃণমূলের যুব নেতা দেবাংশু, জয়া দত্ত, সুদীপ রাহা-রাও ত্রিপুরার তরুণ সমাজের মধ্যে তৃণমূলের নানা জনমুখী প্রকল্পের কথা তুলে ধরছেন। এরই মধ্যে ত্রিপুরা জয়ের লক্ষ্যমাত্রা নিয়েই যাবতীয় রণকৌশল তৈরি করতে সোমবার বিপ্লবের রাজ্যের হাজির হচ্ছেন অভিষেক।

RELATED ARTICLES

Most Popular