Placeholder canvas

Placeholder canvas
HomeScrollনিরাপত্তার দাবিতে ভোট বয়কটের ডাক আরামবাগে
LokSabha Election 2024

নিরাপত্তার দাবিতে ভোট বয়কটের ডাক আরামবাগে

ভোট দিতে গেলে নিরাপত্তা দিতে হবে, প্রশাসনের কাছে দাবি এলাকাবাসীর

Follow Us :

আরামবাগ: নিরাপত্তার দাবিতে ভোট বয়কটের (Vote Boycott) হুমকি গ্রামবাসীদের। আরামবাগের (Arambagh) আরান্ডির মহল্লা পাড়ায় পোস্টার হাতে বিক্ষোভ এলাকাবাসীর। প্রতিবারই ভোট দিতে যাওয়ার সময়ে বাধার সম্মুখীন হন এলাকাবাসী। মারধর করে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এমন কি ভোট দিতে গেলে প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়। এমনই সন্ত্রাসের জেরে গোটা এলাকার বাসিন্দারা ভয়ে তটস্থ থাকেন। আবার তাদের এলাকা থেকে ভোট গ্রহণ কেন্দ্র প্রায় দুই কিমি দূরে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের। এত দূরে প্রাণ হাতে নিয়ে তারা আর ভোট দিতে যাবেন না। তারা ভোট বয়কট করেছেন।

এলাকাবাসীর দাবি, ভোট দিতে গেলে নিরাপত্তা দিতে হবে। প্রশাসন নিরাপত্তা দিয়ে সকলকে ভোট গ্রহণ কেন্দ্রে নিয়ে যেতে হবে। যথাযথ নিরাপত্তার মাধ্যমে ভোট দিয়ে বাড়ি পৌঁছিয়ে দিতে হবে। আর তা নাহলে তাদের এলাকাতেই আলাদা ভোট গ্রহণ কেন্দ্র করে দিতে হবে। দুষ্কৃতীদের এলাকা থেকে ছাড়া করতে হবে। তবেই তারা ভোট দেবেন,তা নাহলে তারা আর ভোট দিতে যাবেন না। তাদের এলাকাতেই ভোট গ্রহণ কেন্দ্র গড়ে দিতে হবে। এই দাবিকে সামনে রেখে গোটা এলাকাবাসী এক যোগে হাতে পোস্টার হাতে ভোট বয়কটের দাবি তুলেছেন।

আরও পড়ুন: গৃহবধুকে হুমকি দিয়ে শারীরিক সম্পর্কের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

জানা গিয়েছে, আরামবাগের আরান্ডি মহল্লা পাড়ার ২৬৫ নং বুথে বর্তমানে ভোটার সংখ্যা প্রায় সাড়ে পাঁচশো। আর ভোট গ্রহণ কেন্দ্র এই এলাকা থেকে প্রায় দুই কিমি দূরে। আর ভোট দিতে গেলে বিজেপির লোকজন রাস্তাতেই মারধর করে তাড়িয়ে দিয়েছে বলে অভিযোগ গ্রামবাসীদের। এর আগের বারেও একই ঘটনা ঘটেছে।গ্রাম বাসীরা লুকিয়ে গাড়ি করে ভোট দিতে গেলেও তাদের গাড়ি আটকে, নামিয়ে মারধর করা হয়েছে বলে দাবি।এমনকি মহিলাদেরও রেয়াত করে নি তারা। অসম্মানিত করে তাড়িয়ে দেওয়া হয়েছে। বুথ আলাদা করার জন্য বার বার পঞ্চায়েত,প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা। কিন্তু কোন কিছু সুফল মেলেনি। তাই এবারে আর ভোট দিতে যাবেন না বলেই হুমকি দেন তারা। তারা এও জানান,যদি এই বুথ তাদের পাড়াতেই করা হয় তাহলে তারা ভোট যাবেন না হলে কেউভোট দিতে যাবেন না।

অন্য খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular