Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যঅজয়ের জল বাড়তেই বিপত্তি কাটোয়ার শাখাইঘাটে, দুর্ভোগে নিত্যযাত্রীরা

অজয়ের জল বাড়তেই বিপত্তি কাটোয়ার শাখাইঘাটে, দুর্ভোগে নিত্যযাত্রীরা

কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে এই ঘাট দিয়ে

Follow Us :

পূর্ব বর্ধমান: অজয় নদের জল বাড়তেই বিপত্তি পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়ার (Katwa) শাখাইঘাটে। স্থায়ী পারাপারের ব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগে যাত্রীরা। পারাপার করার জন্য নেই লাইফ জ্যাকেট, নেই পারাপারের সু-ব্যাবস্থাও। এদিকে জল বাড়তেই সমস্যা আরও বেড়েছে নিত্যযাত্রীদের। তাঁদের দাবি, অবিলম্বে স্থায়ী ‌পারাপারের ব্যবস্থা করতে হবে প্রশাসনকে।

পূর্ব বর্ধমানের (East Burdwan) কাটোয়া (Katwa) শহর। জলপথে এই শহরের সঙ্গে যোগাযোগ একদিকে মুর্শিদাবাদ (Murshidabad) অন্যদিকে নদিয়া (Nadia)। কাটোয়ার শাখাইঘাটে তিনটি নদ নদীর সঙ্গমস্থল। কাটোয়ার গা ঘেঁষে একদিকে বয়ে গিয়েছে অজয় নদ। অপরদিকে রয়েছে গঙ্গা এবং তার অপরদিকে রয়েছে বাবলা। এই তিন নদীর সঙ্গমস্থলের যে ঘাট তাকে বলা হয় শাখাই ঘাট। নিত্যদিন এই ঘাট দিয়ে কয়েক হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে। যাত্রীদের সুবিধার জন্য নৌকায় নেই কোনও ছাউনি। নেই লাইফ জ্যাকেটের ব্যবস্থাও। কয়েকদিন প্রশাসন সচেতন করার জন্য অভিযান চালালেও বন্ধ হয়ে যায় লাইফ প্যাকেট পরা‌। সব থেকে বড় সমস্যা স্থায়ী পারাপারের। স্থায়ী পারাপারের ব্যবস্থা না থাকায় যাত্রীদের নৌকায় চাপতে ও নামতে অসুবিধার সম্মুখীন হতে হয়।

আরও পড়ুন: ব্যাঙ্গালুরুগামী যশবন্তপুর ট্রেনে ভয়াবহ আগুন, ৩ ঘণ্টা পর শুরু যাত্রা

প্রতিবছর বর্ষার সময় এই সমস্যা আরও বাড়তে থাকে। বারবার প্রশাসনকে জানিয়েও আজ পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। এদিকে, গত কয়েকদিনে অজয় নদির জল বাড়ায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা। তাঁদের দাবি অবিলম্বে স্থায়ী একটা ব্যবস্থা করা দরকার। ভোট আসে, ভোট যায়। কিন্তু সেই তিমিরে থেকে যায় নিত্যযাত্রীদের দুর্দশার কথা। প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও কানে যায় না নিত্যযাত্রীদের এই অসুবিধার কথা। কাটোয়ার শাখাইঘাটের নিত্যযাত্রীদের কথা কি এবার পৌঁছবে প্রশাসনের কানে? কবে এর সুরাহা মিলবে, সেই দিকেই তাকিয়ে নিত্যযাত্রীরা।

দেখুন আরও অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular