Placeholder canvas

Placeholder canvas
HomeScrollআদালতের নির্দেশকে উপেক্ষ করে তরোয়াল হাতে বিজেপির রামনবমীর মিছিল
Ram Navami Rally in Howrah

আদালতের নির্দেশকে উপেক্ষ করে তরোয়াল হাতে বিজেপির রামনবমীর মিছিল

Follow Us :

কলকাতা: রাম তুমি কার? এ নিয়ে যখন শাসক বিরোধী দলাদলি। এই অবস্থায় হাওড়ায় দেখা গেল ভিন্ন ছবি। সোমবার রামনবমীর শোভাযাত্রায় তরোয়াল হাতে দেখা গেল বিজেপি কর্মীদের। এদিন সকালে হাওড়ার রামরাজাতলার ওই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী ডা: রথীন চক্রবর্তী। হাইকোর্টের নির্দেশকে উপেক্ষা করেই এদিন অস্ত্র হাতে মিছিল করতে দেখা যায় বিজেপি কর্মীদের। মহিলা কর্মীদেরও তরোয়াল হাতে মিছিলে অংশ নিতে দেখা যায়।

এদিন রামনবমীর শোভাযাত্রার আয়োজন করেছে তৃণমূলের উদ্যোগেও। হনুমান মন্দির মহাবীর চক থেকে আজ শোভাযাত্রা হল বজরংবলী মন্দির থেকে সরকারি কোয়ার্টার পর্যন্ত। সেখানে প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ অরূপ রায়, ডা: রাণা চট্টোপাধ্যায় প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন তৃণমূলের বহু কর্মী সমর্থকরা বর্ণনাঢ্য সহকারি এই রেলি উত্তর হাওড়ার অনেকটাই পথ ও দক্ষিণ করেন। সকাল দশটায় শুরু হয় এই ব়্যালি।

আরও পড়ুন: রামনবমীতে শুভেচ্ছা মোদি-মমতার

এদিকে বীরভূমের দুবরাজপুরে অন্য ছবি। তৃণমূল বিজেপি মিলেমিশে একাকার। রামনবমীর মিছিলে হাঁটল বিজেপি বিধায়ক। পা মেলালেন তৃণমূল সভাপতিও। এমত অবস্থায় বীরভূমের দুবরাজপুরে ধরা পড়ল অন্য ছবি। রামনবমীর মিছিলে একসঙ্গে পা মেলাল তৃণমূল-বিজেপি। প্রতিবছর বীরভূমের দুবরাজপুর শ্রীরাম সেবা সমিতির পক্ষ থেকে রামনবমীর মিছিল আয়োজন করা হয়। এই বছরেও তার ব্যতিক্রম ছিল না। একই মিছিলে হাঁটল দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা, সেই মিছিলে পা মেলাল দুবরাজপুরের শহরের তৃণমূলের টাউন প্রেসিডেন্ট স্বরূপ আচার্য।

এদিকে রাম কারোর পিতৃদেবের নয়, রাম সবার, জয় শ্রী রাম কোনও রাজনৈতিক দলের স্লোগান নয়, ধর্মীয় প্রবাদ। রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করে এমন মন্তব্য করলেন বীরভূম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

বীরভূম জেলার সদর শহর সিউড়িতে রামনবমী উপলক্ষে বিরাট মিছিলের আয়োজন করে শাসক দল তৃণমূল। সিউড়ির তৃণমূলের দলীয় কার্যালয় থেকে তৃণমূল বিধায়ক বিকাশ রায় চৌধুরীর নেতৃত্বে মিছিল শুরু হয়। হুডখোলা জিপে দেখতে পাওয়া যায় তৃণমূল প্রার্থী শতাব্দি রায় ও বিধায়ক বিকাশ রায় চৌধুরীকে। সিউড়ি তৃণমূল দলীয় কার্যালয় থেকে তৃণমূলের রামনবমী মিছিল শুরু হয়। সিউড়ি শহর পরিক্রমা করে। সিউড়িতে একটি হনুমান মন্দিরে পূজো দেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়।

তৃণমূল প্রার্থী শতাব্দী রায় বলেন, রাম কারোর পিতৃদেবের নয়। রাম সবার। জয় শ্রী রাম স্লোগান কোন রাজনৈতিক দলের হতে পারে না। এটা কি ধর্মীয় প্রবাদ। এখন রামের জন্ম পালন সর্বত্র হচ্ছে। কেউ বাড়িতে করছে কেউ আবার রাস্তায়। কেউ আবার পুরোহিত নিয়ে এসে রামের পূজা করছেন।

পাশাপাশি সিডউড়িতেও দেখা গেল একই ছবি। রামলালা সবার । আজকের দিনে তাই রাজনৈতিক ছ্যুতমার্ককে দূরে সরিয়ে দুবরাজপুরে রামনবমীর শোভাযাত্রায় একসঙ্গে অংশ নিল বিজেপি ও তৃণমূল । ওই শোভাযাত্রায় ছিলেন দুবরাজপুরের বিজেপি বিধায়ক অনুপ সাহা। অন্যদিকে তৃণমূলের কাউন্সিলররাও উপস্থিত ছিলেন এই শোভাযাত্রায়।

এদিন সিউড়ির ছোরা গ্রামে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে নাচের ছবি দেখা যায়। এই মিছিলে উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্য়ায় সহ আরও অনেকে। সেখানেই দেখা গেল জয় শ্রীরাম গানের সঙ্গে অস্ত্র নিয়ে নাচ করতে। যদিও অস্ত্র নিয়ে জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, কোথায় অস্ত্র আমরা দেখতে পায়নি। অন্যদিকে তৃণমূলের রামনবমীতে অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, এটা আমাদের মতো হিন্দুদের জয়।

RELATED ARTICLES

Most Popular

Video thumbnail
Arjun Singh | 'শেখ শাহজাহানের গডফাদার পার্থ ভৌমিক', গারুলিয়ায় প্রচারে এসে দাবি অর্জুন সিংয়ের
07:44
Video thumbnail
Rekha Patra | রেখা পাত্রকে ঘিরে গ্রামের মহিলাদের বিক্ষোভ, প্রচারে বাধা দেওয়ার অভিযোগ বিজেপির
11:51
Video thumbnail
Rekha Patra | X ক্যাটেগরির নিরাপত্তা বিজেপি প্রার্থী রেখা পাত্রকে
02:47
Video thumbnail
Amit Shah | বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকারের হয়ে প্রচারে অমিত শাহ
02:59
Video thumbnail
June Malia | 'তুম তো ধোঁকেবাজ হো', গানের মাধ্যমে মোদিকে নিশানা জুন মালিয়ার
01:04
Video thumbnail
Yogi Adityanath | দেবতনু ভট্টাচার্যের হয়ে বীরভূমে যোগী আদিত্যনাথের সভা
04:11
Video thumbnail
Mamata Banerjee | মালদহে জোড়া সভা মমতার, কী বার্তা দেবেন তৃণমূল নেত্রী
03:40
Video thumbnail
Rekha Patra BJP | সন্দেশখালিতে প্রচারে বাধা, রেখা পাত্রকে ঘিরে গো ব্যাক স্লোগান মহিলাদের
11:51
Video thumbnail
Abhishek Banerjee | 'বাংলাকে অপমান করার চক্রান্ত চলছে, অপমান করতে দেব না’, বিজেপিকে আক্রমণ অভিষেকের
05:56
Video thumbnail
Amit Shah | গুয়াহাটিতে সাংবাদিক বৈঠকে ফের ৪০০ পারের হুঙ্কার অমিত শাহের
05:02