Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপ্রিমিয়ার লিগের খেতাবি লড়াই এখন সিটি বনাম আর্সেনাল
Premier League

প্রিমিয়ার লিগের খেতাবি লড়াই এখন সিটি বনাম আর্সেনাল

কারাবাও কাপ ছাড়া এবার কিছু জেতা হল না লিভারপুলের

Follow Us :

লন্ডন: ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) খেতাবি লড়াই এখন স্রেফ দুটো দলের মধ্যে এসে দাঁড়িয়েছে— ম্যাঞ্চেস্টার সিটি এবং আর্সেনাল (Arsenal)। গত মরসুমের বেশিরভাগ সময়টা শীর্ষস্থানে থেকেও শেষের দিকে ম্যাচ হেরে সিটির (Man City) হাতে ট্রফি তুলে দেয় আর্সেনাল। কিন্তু এবার সাবধানি তাদের কোচ মিকেল আর্তেতা (Mikel Arteta)। লিগ যত শেষের দিকে যাচ্ছে তত ভয়ঙ্কর দেখাচ্ছে গানারদের।

৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে আর্সেনাল। ৩৪ ম্যাচে সিটির পয়েন্ট ৭৯। পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola) দল এখনও চারটে ম্যাচ খেলবে এবং আর্সেনালের হাতে আর তিনটি ম্যাচ। দুই দলই যদি তাদের সব ম্যাচ জেতে তাহলে দুই পয়েন্ট এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হবে ম্যাঞ্চেস্টারের ক্লাবই। কিন্তু একটা ম্যাচ ড্র করলেই খেলা ঘুরে যাবে। পয়েন্ট সমান হলেও গোলপার্থক্যে অনেক এগিয়ে থাকা আর্সেনাল চ্যাম্পিয়ন হবে।

আরও পড়ুন: ড্রে রাসের জন্মদিনে কি জয়ে ফিরবে কেকেআর?

রবিবার টটেনহ্যামের (Tottenham) বিরুদ্ধে ডার্বি ম্যাচে কঠিন লড়াই ছিল আর্তেতার দলের। ৩-২ জিতে সিটির কোর্টে বল পাঠিয়ে দিয়েছিল তারা। নটিংহ্যামকে ২-০ হারিয়ে পাল্টা দিয়েছে সিটিও। তবে বাকি চার ম্যাচের মধ্যে অন্তত দুটো ম্যাচে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে সিটিকে। একটা টটেনহ্যামের বিরুদ্ধে এবং আর একটা ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে। অন্যদিকে আর্সেনালের কঠিন ম্যাচ আর একটাই, তাতে তাদের প্রতিপক্ষ ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man Utd)।

গত সপ্তাহ পর্যন্ত ট্রফির দৌড়ে ছিল লিভারপুল (Liverpool FC)। কিন্তু শেষ দুই ম্যাচে হেরে এবং ড্র করে তারা ছিটকে গিয়েছে। এটা জুর্গেন ক্লপের (Jurgen Klopp) বিদায়ী মরসুম ছিল, খেলোয়াড়রা কোচকে ট্রফি জিতে বিদায় জানাতে চেয়েছিলেন। কিন্তু কারাবাও কাপ ছাড়া এবার কিছু জেতা হল না লিভারপুলের।

দেখুন অন্য খবর:

RELATED ARTICLES

Most Popular