নয়াদিল্লি: কিশোরীকে ধর্ষণের পর লোহার রড দিয়ে নিজের নাম লিখে দিল যুবক। এরকমই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উত্তরপ্রদেশে (Uttarpradesh)। অভিযোগ, যুবকের পরিবারের মদতেই এই ঘটনা ঘটেছে। পুলিশকে সে জানিয়েছে, ওই যুবক গরম লোহা দিয়ে তার মুখে নিজের নাম লিখে দিয়েছিল। উত্তরপ্রদেশের লখিমপুরের (Lakhimpur) ওই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৭ বছর বয়সি কিশোরীকে অপহরণ করে তিন দিন বাড়িতে রেখে দিয়েছিল অভিযুক্ত। সেখানেই তাকে ধর্ষণ করা হয়। তিন দিন পর কোনওক্রমে ওই বাড়ি থেকে পালিয়ে আসে কিশোরী। পুলিশের কাছে ওই যুবকের নামে অভিযোগ দায়ের করেছে সে।
আরও পড়ুন: জলস্তর নামছে, তিন-চারবার স্নান নয়: ফিরহাদ
জানা গিয়েছে, পুলিশকে ওই কিশোরী জানিয়েছে, ১৯ এপ্রিল দোকানে গিয়েছিল সে। ফেরার পথে যুবক তাকে তুলে নিয়ে যায়। বাড়িতে আটকে রাখা হয়। লোহা গরম করে যুবক তার মুখে নিজের নাম খোদাই করে দিয়েছে। ওই যুবক কিশোরীকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তাতে রাজি না হওয়ায় আক্রোশে সে এই কাজ করেছে বলে মনে করা হচ্ছে।
আরও খবর দেখুন