কলকাতা: গ্রীষ্মের (Summer) প্রখর দাবদাহের ফলে শহর কলকাতার (Kolkata) মানুষের এখন হাঁসফাঁস অবস্থা। গরম থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই এখন দিনে তিন থেকে চারবার করে স্নান (Bath) করছেন। তাঁদের এই অভ্যাস থেকে বিরত থাকার পরামর্শ দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। যেহেতু গঙ্গার জলের স্তর অনেকটাই নীচে নেমে গিয়েছে, ফলে জোয়ারের সময়টুকু ছাড়া ভাঁটার সময় জল তুলতে পারছে না কলকাতা পুরসভার অন্তর্গত ওয়াটার পিউরিফিকেশন এর পাম্পগুলি। ফলে জলের উৎপাদন এই মুহূর্তে অনেকটাই কমে গিয়েছে। যতক্ষণ না পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে ততক্ষণ জলের ঘাটতি ক্রমে তীব্র হয়ে উঠছে। এমত অবস্থায় জলের অতিরিক্ত অপব্যবহার অনেক মানুষকেই ন্যূনতম জলের প্রয়োজন মেটানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হবে। জলের অপচয় বন্ধ করলে এই সমস্যার মোকাবিলা অনেকটাই সম্ভব হবে বলে এদিন মন্তব্য করেন মেয়র ফিরহাদ হাকিম।
প্রখর দাবদাহের জেরে প্রয়োজন ছাড়া রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। শহর কলকাতার বিভিন্ন অংশ থেকে প্রায়শই তাপপ্রবাহের শিকার হয়ে সানস্ট্রোকের কবলে পড়ছেন বহু মানুষ। যতদিন না পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং এই হিট ওয়েভ দূর হচ্ছে ততদিন সাময়িকভাবে কলকাতা পুরসভার পুর কর্মীদের সকাল ১০ টা থেকে বিকেল চারটে পর্যন্ত কাজ না করার বিষয়ে সার্কুলার জারি করতে চলেছে কলকাতা পুরসভা। ভোর থেকে সকাল দশটা এবং বিকেল চারটের পর থেকে সন্ধ্যার সময় পর্যন্ত রাস্তায় নেমে কাজ কলার বিষয়ে নির্দেশিকা জারি করতে চলেছ।
আরও পড়ুন: দেবগৌড়ার নাতির বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ
আরও খবর দেখুন