বেঙ্গালুরু: সেক্স কেলেঙ্কারিতে বিধ্বস্ত কর্নাটকে (Karnataka) বিজেপির (BJP) জোটসঙ্গী জেডিএস (JDS)। এবার জেডিএসের হাসান লোকসভা কেন্দ্রের প্রার্থী প্রজ্ব্ল রেভান্নার বিরুদ্ধে। রেভান্নাদের বাড়িতে কাজ করা নির্যাতিতা পুলিশের কাছে নির্যাতনের বিবরণ দিয়েছেন। তাঁকে ২০১৯ সাল থেকে ২০২২ সালের মধ্যে বহুবার যৌন হেনস্তার শিকার হতে হয়েছিল বলে অভিযোগ।
রেভান্না প্রাক্তন প্রধানমন্ত্রী দেবগৌড়ার (Deve Gowda) নাতি। তিনি বর্তমানে ভারতে নেই। সেক্স কেলেঙ্কারির ভিডিওগুলি অনলাইনে প্রকাশের পরপরই তিনি শনিবার সকালে জার্মানির উদ্দেশ্যে রওনা হন। তিনি দাবি করেছেন যে ভিডিওগুলি তাঁর ভাবমূর্তি নষ্ট করতে এবং ভোটারদের মনকে বিষিয়ে তুলতে বিতরণ করা হচ্ছে।
আরও পড়ুন: সমকামি বৌমা থেকে বাঁচতে পুলিশের দ্বারস্থ শাশুড়ি
জেডিএসের মধ্যে থেকেই প্রজ্বল রেভান্নার পদত্যাগের দাবি তোলা হয়েছে। এইচডি দেবেগৌড়াকে লেখা চিঠিতে শরণগৌড়া কান্দকুর জানিয়েছেন, এই ঘটনা আপনার এবং আপনার দলের সুনাম ক্ষুণ্ণ করেছে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নেতৃত্বাধীন কংগ্রেস সরকার এই মামলার তদন্তের জন্য একটি বিশেষ দল গঠন করার কথা বলেছে। যাইহোক, দলের সিনিয়র নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী বলেছেন যে অপরাধ করেছে এমন কাউকে ক্ষমা করার প্রশ্নই উঠতে পারে না। সে যদি বিদেশে চলে যায় তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব তাদের বিশেষ তদন্তকারী দলের।
আরও খবর দেখুন