কলকাতা: তাপপ্রবাহের (Heatwave) দগ্ধ বাংলা। বেশ কয়েকদিনের কলকাতার যা তাপমাত্রা তাতে কার্যত পুড়ছে তিলোত্তমা। চলতি এপ্রিলে কলকাতায় একটানা চল্লিশের ওপরে রয়েছে পারদ। এই কয়েকদিনের ঊর্ধ্বমুখি তাপমাত্রা দেখে মনে হচ্ছে রেকর্ড গড়ার দিকে এগোচ্ছে শহর কলকাতা। সেই আশঙ্কা সত্যি করে সোমবার ছয় দশকের রেকর্ড ভেঙে, নয়া রেকর্ড গড়ল মহানগরী (Kolkata’s Temperature New Record)। এদিনই তাপমাত্রা পৌঁছল ৪১.৭ ডিগ্রিতে। পাশাপশি এই তীব্র দহনজ্বালা থেকে সপ্তাবান্তে মিলতে স্বস্তি। বদলাতে আবহাওয়া। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়।
এপ্রিলের শুরু থেকেই কলকাতা-সহ গোটা রাজ্য দহনজ্বালায় জ্বলছে। ঘড়ির কাঁটায় ৯ টা বাজতে বাজতেই ঘর থেকে বেরনো কার্যত দায় হয়ে যাচ্ছে। তাপপ্রবাহের পরিস্থিতি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। হাওয়া অফিস সূত্রে খবর, ১৯৬০ সালে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। এপ্রিলে তাপমাত্রার পারদ ছুঁয়েছিল ৪২ ডিগ্রি। সোমবার সকাল ১১ টা নাগাদ তিলোত্তমার তাপমাত্রা পেরিয়েছিল ৩৯ ডিগ্রির ঘর। দুপুর আড়াইটায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৭। বেলা সাড়ে তিনটে নাগাদ পারদ ছুঁল ৪২ ডিগ্রি। আজ নতুন রেকর্ড গড়ল মহানগর। ৬৪ বছরের রেকর্ড ভেঙে এদিন তাপমাত্রা পেরতে পারে ৪২ ডিগ্রির ঘর।
আরও পড়ুন:মহেশতলায় ভোট বয়কটের পড়ল পোস্টার
দক্ষিণবঙ্গের সাত জেলায় লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরও পাঁচদিন তাপপ্রবাহের সতর্কতা জারি থাকবে। অতি তীব্র তাপপ্রবাহের সতর্কতা থাকবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং বাঁকুড়া জেলাতে। বেলা বাড়লে জেলাগুলিতে রীতিমতো লু বইবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস সকাল ১১টা থেকে বিকেল ৪টের মধ্যে খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন।
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী কয়েকদিন তীব্র গরম থেকে রেহাই পাবেনা কলকাতা। সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস (Rainfall Forecast) রয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরের জলীয় বাষ্পপূর্ণ হাওয়া ঢুকে রবিবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে একাধিক জেলায়। তবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই আরও পাঁচ দিন তাপপ্রবাহের সতর্কবার্তা। মঙ্গলবার থেকে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হবে।
অন্য খবর দেখুন