Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরAbhishek Banerjee: অভিষেকের সভার আগেই বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, মৃত...

Abhishek Banerjee: অভিষেকের সভার আগেই বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল নেতার বাড়ি, মৃত ৩

Follow Us :

ভূপতিনগর: কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় আগেই গভীর রাতে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়ে গেল এক তৃণমূল নেতার বাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। জখম হয়েছেন আরও দুজন। শুক্রবার সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর ২ ব্লকের ভূপতিনগর এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন রাজকুমার মান্না, তাঁর ভাই দেবকুমার মান্না ও বিশ্বজিৎ গায়েন। ইতিমধ্যেই ঘটনাস্থলে মোতায়েন রয়েছে ভূপতিনগর থানার পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভূপতিনগর থানার অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের নাড়য়াবিলা গ্রামে এই বিস্ফোরণ ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। নিহত রাজকুমার মান্না এলাকার তৃণমূলের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। বিস্ফোরণে জখমদের উদ্ধার করে পশ্চিম মেদিনীপুরে একটি হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার জেরে শনিবার সকালেও এলাকার পরিবেশ যথেষ্ট থমথমে।

আরও পড়ুন:Abhishek vs Suvendu: আজ অভিষেক-শুভেন্দু দ্বৈরথ, সরগরম রাজ্য রাজনীতি

বিজেপির অভিযোগ, তৃণমূলের বুধ সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই অতর্কিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণের মাত্রা এতটাই তীব্র ছিল যে বাড়িটি উড়ে যায়। বিস্ফোরণস্থল থেকে দেড় কিলোমিটার দূরে মিলল তৃণমূল বুথ সভাপতির ঝলসানো দেহ। আরও একটি দেহ মিলেছে বিস্ফোরণস্থল থেকে আধ কিলোমিটার দূরে। মর্মান্তিক মৃত্যু হয় তৃণমূল নেতা রাজকুমার মান্না সহ তিনজনের। বিজেপির কাঁথির সাধারণ সম্পাদক তাপস কুমার দোলুইয়ের দাবি, তৃণমূল নেতার বাড়িতে বোমা বাঁধতে গিয়ে এই বিপত্তি৷ একইসঙ্গে এনআইএ তদন্তের দাবি জানিয়েছে বিজেপি।

তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, এই বিস্ফোরণের ঘটনায় তৃণমূলের কোনও সম্পর্ক নেই। গোটা ঘটনায় আতঙ্কের পরিবেশ নাড়য়াবিলা গ্রামে। কীভাবে হল এই বিস্ফোরণ, তা খতিয়ে দেখছে ভূপতিনগর থানার পুলিশ। অভিষেকের সভার আগে এই বিস্ফোরণে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে।

RELATED ARTICLES

Most Popular