Placeholder canvas

Placeholder canvas
HomeScrollপুর নিয়োগ তদন্তে একযোগে একাধিক চালকলে হানা ইডির

পুর নিয়োগ তদন্তে একযোগে একাধিক চালকলে হানা ইডির

রেশনের দোকানেও তল্লাশিতে ইডি

Follow Us :

নদিয়া: বুধবার একযোগে একাধিক রাইস মিলে (Rice Meal) অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির (ED)। নদিয়ার (ED Raid Nadia) ধুবুলিয়ার মায়া কলে এক রেশন ডিলারের বাড়ি, এছাড়াও ভালুকা পুরাতন বাজারে এক রেশন দোকানে তল্লাশিতে নামে ইডি। এছাড়াও ভালুকা পুরাতন বাজারে এক রেশন দোকানে তল্লাশি চালাচ্ছে ইডি। অন্যদিকে, হরিণঘাটা থানার কাষ্ঠ ডাঙ্গা দুই নম্বর খাস শিমুলিয়ায় মর্ডান রাইস মিলে হানা দিয়েছে ইডির ৮ সদস্য়ের প্রতিনিধি দল। চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ঘিরে রেখেছে গোটা রাইস মিল। ওই রাইস মিলের মালিকের নাম হাবিবুল। তাঁর দফতরে হানা।

পাশাপাশি আরও কয়েকটি জায়গায় ইডি হানা দিয়েছে বলে খবর। উল্লেখ্য, বুধবারই সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে। ১১টা নাগাদ রুজিরা ইডির দফতরে গিয়েছেন। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই প্রথম বার তাঁকে তলব করা হয়েছে। নিয়োগ সংক্রান্ত মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন: আসানসোলে সাতসকালে গুলি করে খুন

পুর-নিয়োগ মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ এবং বিভিন্ন জায়গায় তল্লাশিতে তদন্তকারীরা জানতে পারেন, নিয়োগ দুর্নীতির টাকার একটা অংশ ওই চালকলে বিনিয়োগ করা হয়েছে। সেই কারণেই আজ একযোগে এতগুলি চালকলে হানা দিয়েছে তদন্তকারীরা।

দেখুন আরও অন্য়ান্য খবর: 

RELATED ARTICLES

Most Popular