Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাEgra Blast | এগরা কাণ্ডে এফআইআর, নেই বিস্ফোরক ধারায় আইন

Egra Blast | এগরা কাণ্ডে এফআইআর, নেই বিস্ফোরক ধারায় আইন

Follow Us :

এগরা: এগরা কাণ্ডে এফআইআর দায়ের পুলিশের। ভারতীয় দণ্ডবিধির ৩০৪, ২৮৬ ও ১৮৮ ধারায় বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ, তাঁর স্ত্রী ও ছেলের নামে এফআইআর দায়ের করেছে এগরা থানার পুলিশ। কিন্তু প্রশ্ন উঠেছে, এই ঘটনায় বিস্ফোরক আইনে কোনও ধারা দেওয়া হয়নি কেন। তা নিয়ে পুলিশকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এই ধারাগুলির মধ্যে ৩০৪ ধারা অনিচ্ছাকৃত খুনের চেষ্টা। ২৮৬ ধারা হল বিস্ফোরক জাতীয় কিছু নিয়ে কাজ করতে গিয়ে মানুষের জীবনহানি ঘটানো। ১৮৮ ধারায় সরকারি কর্মীকে মারধরের অভিযোগ। 

মঙ্গলবারের পর বুধবারও দিনভর উত্তপ্ত ছিল এগরার খাদিকুল গ্রাম। স্থানীয়দের ক্ষোভ ফেটে পড়েছে দফায় দফায়। এদিন এগরায় যান তৃণমূলের প্রতিনিধিদল। ওই দলে ছিলেন মানস ভুঁইয়া, দোলা সেন সহ অন্যান্য নেতৃত্ব। ঘুরে দেখেন এলাকা। স্থানীয়দের শান্ত থাকার পাশাপাশি উচ্চ পর্যায়ে তদন্তের আশ্বাসও দেন তিনি। এরপরই তৃণমূলের প্রতিনিধিদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। এমনকী চোর স্লোগানও দেওয়া হয়। শেষে ঘটনাস্থল থেকে ফিরে যান তৃণমূলের প্রতিনিধিদল। এ বিষয়ে মানস ভুঁইয়া বলেন, অনেক বিক্ষোভ দেখেছি। এখন এরা রাম-বাম এক হয়ে বিক্ষোভ করছে। 

আরও পড়ুন: CBI Arrests Espionage | চরবৃত্তির অভিযোগে ফ্রিল্যান্স সাংবাদিক ও প্রাক্তন নৌসেনা-কর্তা গ্রেফতার

উল্লেখ্য, গতকাল এগরায় ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ৮ জনের। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ফেরার। পুলিশ সূত্রে খবর, ঘটনার পর ওড়িশা গা ঢাকা দিয়েছে ভানু। 

RELATED ARTICLES

Most Popular