Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যতৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানা
Hooghly IT Raid

তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে আয়কর হানা

এক যোগে একাধিক ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশী চালাচ্ছে আয়কর দফতর

Follow Us :

হুগলি: আগামী ২০ মে হুগলিতে লোকসভা ভোট। তার আগেইএক যোগে একাধিক তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীর অফিস ও বাড়িতে তল্লাশী আয়কর দফতরের (Income Tax Raid)। শুক্রবার সকালে আয়কর দফতরের একাধিক দল মগড়া ও বাঁশবেড়িয়ায় ব্যবসায়ীদের অফিস ও বাড়িতে হানা দেয়। সিআরপিএফ সঙ্গে নিয়ে তল্লাশী ও জিঞ্জাসাবাদ শুরু করে। তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ী কমল দাস, বৈদ্যনাথ সাহা, সত্যরঞ্জন শীল, দিলপ্রীত সিং, অভিজিৎ ঘট সহ একাধিক ব্যবসায়ীর বাড়ি ও অফিসে এদিন সকাল থেকেই চলছে তল্লাশী।

তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বাড়িতে আয়করহানা প্রসঙ্গে, বিজেপি (BJP)-কে চূড়ান্ত নিশানা করে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অরিন্দম গুইন প্রশ্ন তুলেছেন, ব্যবসা করা কি অপরাধ নাকি তৃণমূল ঘনিষ্ঠ হওয়া অপরাধ। লকেট চট্টোপাধ্যায় আগে থেকেই বলে রাখছেন যে কোথায় ইডি যাবে, কোথায় সিবিআই যাবে, কোথায় ইনকাম ট্যাক্স যাবে। তার মানে এজেন্সি গুলো বিজেপি হয়ে গেছে। আর যদি ব্যবসায়ীদের কথা বলে তাহলে ইলেক্টোরাল বন্ড টা কী? বিজেপি কত টাকা নিয়েছে।

আরও পড়ুন: মহিলা কমিশন প্রধানের বিরুদ্ধে তদন্তের দাবি জানাল তৃণমূল

প্রসঙ্গত, গত ৩ এপ্রিল লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) মগড়ার তৃণমূল ঘনিষ্ঠ ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তৃণমূলের ফাইনান্সার এই সব ব্যবসায়ীরা দূর্নীতির সঙ্গে যুক্ত বলেও অভিযোগ ছিল তার। আয়কর হানা নিয়ে লকেট চট্টোপাধ্যায় আজ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে সিন্ডিকেট তোলাবাজি চলছে। যারা এসব করছে তাদের ছাড়া হবে না। নরেন্দ্র মোদি বলেছেন না খাওঙ্গা না খানা দুঙ্গা। দুর্নীতির বিরুদ্ধে লড়াই চলবে। দুর্নীতি গুন্ডাগিরি মাফিয়া রাজ চলছে তার শেষ দেখতে চাই। দুর্নীতি করলে কেউ ছাড়া পাবে না, বলে হুঁশিয়ারি লকেটের।

আরও খবর দেখুন

RELATED ARTICLES

Most Popular