Placeholder canvas

Placeholder canvas
HomeCurrent NewsWeather Updates: সপ্তাহ শেষে ফের শীতের আমেজ রাজ্যে, নামবে রাতের তাপমাত্রা

Weather Updates: সপ্তাহ শেষে ফের শীতের আমেজ রাজ্যে, নামবে রাতের তাপমাত্রা

Follow Us :

কলকাতা: পারদের ওঠানামা অব্যাহত। ফলে, প্রজাতন্ত্র দিবসেও রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির (rain) সম্ভাবনা রয়েছে। তবে, উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং উপকূলবর্তী দুই জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ২ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কাল বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হবে। মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। কমবে রাতের তাপমাত্রা। তিন চার দিনে প্রায় ৫ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। শনি রবিবারে জমিয়ে শীতের আমেজ।

উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে আগামী ৪৮ ঘণ্টায় হালকা-মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ের উপরের অংশে গ্রাউন্ড ফ্রস্ট হতে পারে।

আরও পড়ুন-দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা প্রায় তিন লাখ, ২৪ ঘণ্টায় মৃত ৬৬৫

নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উত্তর পশ্চিম ভারতে৷ আগামী ২৯শে জানুয়ারি শনিবার সেই পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে।

RELATED ARTICLES

Most Popular