Placeholder canvas

Placeholder canvas
Homeজেলার খবরMalda Zilla Parishad: পদের লোভেই কি জেনারেল থেকে এসসির আবেদন জেলা পরিষদ...

Malda Zilla Parishad: পদের লোভেই কি জেনারেল থেকে এসসির আবেদন জেলা পরিষদ সদস্যের!

Follow Us :

মালদহ: পদের লোভে জেনারেল থেকে এসসি হতে চাইলেন মালদহ। জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য তৃণমূল নেত্রী প্রতিভা সিংয়ের বিরুদ্ধে এসসি সার্টিফিকেট জাল করার অভিযোগ উঠল। জেলা বিজেপি থেকে তৃণমূল নেতৃত্ব এই নিয়ে সোচ্চার। যদিও প্রতিভা সিংয়ের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকরা করেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে। তিনি নিজে এই সার্টিফিকেটের বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে। তিনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান তিনি। 

উল্লখ্য, প্রতিভা সিং নিজে রাজপুত সম্প্রদায়ের হলেও কীভাবে তিনি রাজবংশী সম্প্রদায়ের হলেন সেটা নিয়ে সবাই অবাক। জেলা বিজেপির সভাপতি বলেন, এই সার্টিফিকেটে এসডিও সদর নিজে সই করলেন কীভাবে। আমরা এই বিষয়ে তদন্ত চেয়ে সংশ্লিষ্ট দফতরে লিখিত অভিযোগ জানাচ্ছি। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, প্রতিভা সিং একজন রাজপুত সম্প্রদায়ের মানুষ। তাঁর গোটা পরিবারকে আমি চিনি। বাবা, কাকা, ভাই, বোন সবাইকে চিনি। কারও এসসি সার্টিফিকেট নেই। উনি আগে ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর ছিলেন। এখন উনি জেলা পরিষদের সদস্য। এই ঘটনার সঙ্গে যারা যুক্ত তাঁদের বিরুদ্ধে তিনি তদন্ত হবে বলে জানান তিনি। 

আরও পড়ুন:Abhishek Banerjee: গায়ের জোরে পঞ্চায়েত ভোটে করালে ১ ঘণ্টার মধ্যে তাড়িয়ে দেব, হুঁশিয়ারি অভিষেকের

তিনি আরও বলেন, প্রতিভা সিং এখন বলছেন তিনি কিছু জানেন না। উনি যদি তপশিলি জাতিভুক্ত সার্টিফিকেটের জন্যে আবেদন না করে থাকেন তাহলে কীভাবে এটা তাঁর নামে হল। এই ধরনের কাজ দল কোনওভাবে সমর্থন করে না। প্রসঙ্গত, মালদহ জেলা পরিষদের সভাধিপতির আসনটি এবার মহিলা এসসি সংরক্ষিত হয়েছে। সেই কারণে তিনি এই কাজ করতে পারেন বলে জানান অপর এক বিজেপির জেলা পরিষদ সদস্য গৌরচন্দ্র মণ্ডল।

RELATED ARTICLES

Most Popular