Placeholder canvas

Placeholder canvas
HomeকলকাতাMamata Banerjee | মঙ্গলে ফের কটকে মুখ্যমন্ত্রী, ফেরার পথে মেদিনীপুর হাসপাতালে আহতদের...

Mamata Banerjee | মঙ্গলে ফের কটকে মুখ্যমন্ত্রী, ফেরার পথে মেদিনীপুর হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা

Follow Us :

মেদিনীপুর: মঙ্গলবার বালেশ্বরে দুর্ঘটনাগস্ত আহতদের দেখতে ভুবনেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই এ কথা জানিয়েছেন তিনি। জেলা প্রশাসন সূত্রে খবর, কটক থেকে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরে যেতে পারেন তিনি। আহতদের সঙ্গে দেখা করতে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসতে পারেন মুখ্যমন্ত্রী। তার আগে সোমবার সন্ধেতে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন জেলাশাসক খুরশেদআল কাদেরী, পুলিশ সুপার ধৃতিমান সরকার, বিধায়ক অজিত মাইতি সহ মেদিনীপুর পুরসভার চেয়ারম্যান সৌমেন খান। যদিও আগামীকাল মুখ্যমন্ত্রী মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসছেন কি না, তা নিয়ে এখনই নিশ্চিত কিছু বলতে রাজি নন বিধায়ক অজিত মাইতি। তবে তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশেই হাসপাতালে পরিদর্শনে এসেছেন তাঁরা।

সূত্রের খবর, আগামীকাল বিকেল চারটে নাগাদ মেদিনীপুর শহরে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি যাবেন মেদিনীপুর মেডিক্যাল কলেজে হাসপাতালে। সেখানেই ট্রেন দুর্ঘটনায় আহত রাজ্যের ১৫ জন বাসিন্দা চিকিৎসাধীন। তাদের সঙ্গে দেখা করতে পারেন বলে সূত্রের খবর। 

আরও পড়ুন: Basirhat News | দুপক্ষের অটোচালকদের মধ্যে বচসা, বিধায়ককে ঘিরে চলল গো ব্যাক স্লোগান

সোমবার বালেশ্বর থেকে সড়কপথে রাজ্যে আসে দুর্ঘটনাগ্রস্ত করমণ্ডল এক্সপ্রেসের চার যাত্রীর দেহ। কলকাতা প্রবেশের মুখে দ্বিতীয় হুগলি সেতুতে শেষ শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। দুর্ঘটনায় নিহত এই চারজনই এ রাজ্যের দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা। তাঁরা হলেন কুলপির অনিমেষ মণ্ডল, সাগরের স্বপ্না প্রামাণিক, বিষ্ণুপুরের বিশ্বনাথ চক্রবর্তী এবং বারুইপুরের সৌরভ রায়। তাঁদের আত্মীয়দের সঙ্গেও কথা বলেন মুখ্যমন্ত্রী।

দুর্ঘটনায় মৃতদের পরবারকে আর্থিক ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ পরিবারের একজনকে হোম গার্ডে চাকরি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি। এদিনই আহতদের চিকিৎসার তদারকির জন্য আগামীকাল কটক যাবেন বলে জানান তিনি। তাঁর সঙ্গে থাকবেন পরিবার কল্যাণ দফতর মন্ত্রী শশী পাঁজা ও অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সূত্রের খবর, এ কারণেই আজ উত্তরবঙ্গ সফর বাতিল করেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular