Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যজলের দাবিতে সৌগতকে ঘিরে বিক্ষোভ পানিহাটি পুরসভায়
Saugata Roy

জলের দাবিতে সৌগতকে ঘিরে বিক্ষোভ পানিহাটি পুরসভায়

জলের দাবিতে খালি বালতি হাতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা

Follow Us :

পানিহাটি: ২০১৯-এর ভোটপ্রচারে বেরিয়ে তৃণমূলের দমদম কেন্দ্রের প্রার্থী সৌগত রায় পানিহাটি পুরসভার (Panihati Municipality) মানুষদের আশ্বাস দিয়ে ছিলেন ভোটে জিতে ৬০ দিনের মধ্যে পানিহাটির বাড়ি বাড়ি ২৪ ঘন্টা পরিস্রুত পানীয় জলের ব্যবস্থা করবেন। সৌগত জেতেন, তারপর পাঁচ বছর পেরিয়ে গেছে, এবারও দমদম লোকসভা (Dum Dum Lok Sabha) কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী সৌগত রায় (Saugata Roy)। কিন্তু জলের সমস্যা মেটেনি। তাই এবার জলের দাবিতে তৃণমূল প্রার্থী সৌগতকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয়রা।

সোমবার সকালে পানিহাটি পুরসভার ৩৪নং ওয়ার্ড-এর কদমতলা মোড়ে জলের দাবিতে খালি বালতি হাতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। আর প্রচারে বেরিয়ে সেই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল প্রার্থী। স্থানীয় মানুষের অভিযোগ ৬দিন ধরে জল পাচ্ছেন না তারা। কেন এই সমস্যা? প্রশ্ন তুলেছে স্থানীয়রা।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৭ জেলায় লাল সতর্কতা, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

পানীয় জল নিয়ে দীর্ঘদিন ধরেই সমস্যায় ভুগছেন পানিহাটি পুরসভার মানুষরা। বাসিন্দাদের অভিযোগ, দিনের কোনও কোনও সময়ে জল এলেও তা একেবারে সরু হয়ে পড়ছে। অগত্যা অনেকেই জল কিনে খেতে বাধ্য হচ্ছেন। বাসন ধোয়ার জলও না থাকায় কাগজের থালা কিনে তাতেই খাচ্ছেন বাসিন্দারা। রাস্তার ধারে পুরসভার পানীয় জলের কল থাকলেও তা থেকেও জল পড়ছে না বলেও অভিযোগ। দিনের পর দিন এমন সমস্যায় জেরবার হওয়ায় এদিন রাস্তায় নামতে বাধ্য হয়েছেন বলেই জানাচ্ছেন বাসিন্দারা।

দেখুন ভিডিয়ো

RELATED ARTICLES

Most Popular