Placeholder canvas

Placeholder canvas
Homeরাজ্যনিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, জল বাড়ল দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী নদীতে

নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি, জল বাড়ল দ্বারকেশ্বর, গন্ধেশ্বরী নদীতে

Follow Us :

বাঁকুড়া: নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি (Rain)। জল বাড়ল দ্বারকেশ্বর (Dwarakeswar), গন্ধেশ্বরী (Gandeshwari) নদীতে (River)। গত ২৪ ঘণ্টায় বাঁকুড়ায় বৃষ্টি হয়েছে ৫২ মিলিমিটার। ফলে, নদী গুলির জলস্তর হুহু করে বৃদ্ধি পেয়েছে। জলস্তর বেড়ে যাওয়ায় দ্বারকেশ্বর নদের উপর অবস্থিত মীনাপুর ও ভাদুল কজওয়ে জলের তলায় চলে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে ওই কজওয়ের উপর দিয়ে যাতায়াত।

অন্যদিকে, গন্ধেশ্বরী নদীর জল বেড়ে যাওয়াতে মানকানালি সেতু জলের তলায় চলে গিয়েছে। বন্ধ যোগাযোগ ব্যবস্থা। সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। রাস্তা বন্ধ হওয়ায় ঘুর পথ অবলম্বন করতে হচ্ছে স্থানীয় এলাকার মানুষদের।

আরও পড়ুন: নিম্নচাপের জেরে দুরন্ত ইনিংস শুরু বর্ষার, প্রবল দুর্যোগের সম্ভাবনা ৪ জেলায়

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বকখালি সমুদ্র সৈকতে কড়া নজরদারি নামখানা ব্লক প্রশাসনের। বেড়াতে আসা পর্যটকদের সমুদ্রে নামতে নিষেধ করা হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর জারি রয়েছে নিষেধাজ্ঞা। জেলার প্রতিটি থানার পক্ষ থেকে উপকূলীয় এলাকায় চলছে মাইকিং প্রচার। বকখালি, বালিয়াড়া সহ গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সমুদ্র স্নানে নামতে দেওয়া হচ্ছে না। সমুদ্র সৈকতে কড়া নজরদারি রেখেছে সিভিল ডিফেন্সের কর্মীরা।

দেখুন আরও অন্য খবর: 

RELATED ARTICLES

Most Popular